Kalyan Banerjee (Photo Credit: ANI/Twitter)

নতুন দিল্লি, ২ জুলাই: সংসদে বিতর্কিত মুখ হিসেবেই তিনি পরিচিত। অনেকে আবার তাঁকে পছন্দও করেন। গত লোকসভার শেষের দিকে জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)-কে নকল করে তীব্র সমালোচনার স্বীকারও হয়েছিলেন। সে সব বিতর্ক থেকে বেরিয়ে এসে চাপের মুখে এবার লোকসভা ভোটে ফের জিতে এসেছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শ্রীরামপুর থেকে চারবারের সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায় এবারের লোকসভা অধিবেশনে তাঁর প্রথম বক্তৃতায় ঝড় তুললেন। সংসদে দাঁড়িয়ে নিজস্ব ভঙ্গিমায় কল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চরম কটাক্ষ করলেন। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কাল যেখানে শেষ করেছিলেন, এদিন যেন সেকান থেকেই শুরু করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।

কল্যাণ বললেন, " কই প্রধানমন্ত্রী মোদী তো ৪০০ পাড় করবে বলেছিলেন, কী হল! খেলা শুরু হয়ে গিয়েছিল। খেলা অনেক রকমের হয়। চু কিতিকিতও একটা খেলা। কিতকিতের মতই ৪০০-টাও চলে গিয়েছে।"আরও পড়ুন-'মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা নেই',রাজ্যপালের সঙ্গে দেখা করে সাফ জানালেন চোপড়া কাণ্ডের নির্যাতিতা

এরপর কল্যাণ বলতে থাকেন, "কিতকিতকিতকিতত। শেষ পর্যন্ত কত হল ২৪০!"কল্যাণ যখন নিজস্ব ভঙ্গিমায় কথাগুলো বলছেন, বিরোধী সাংসদরা তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। কল্যাণের ঠিক পিছনেই বসা মহুয়া মৈত্র-র হেসে লুটিয়ে পড়লেন সেটা শুনে। বক্তব্য রাখার সময় স্পিকার ওম বিড়লা কিছু একটা বললে কল্য়াণ জবাবে বলেন, " স্যার আমি আপনার দিকেই দেখছি। আপনি সবচেয়ে স্মার্ট। এই অধিবেশনে অনেকে ভাল অভিনেত্রীও আছেন। কিন্তু আমি আপনাকেই দেখছি।"এরপর মোদীকে সরাসরি আক্রমণ করে শ্রীরামপুরের সাংসদ বলেন, "মোদীজি কথায় কথায় গ্যারান্টি দেন ঠিকই কিন্তু ওনার কথায় কোনও ওয়ারন্টি নেই।" স্যার, মন কী বাত হোক বা ,দিল কী বাত' সহ বিভিন্ন জায়গায় বলা কোনও প্রতিশ্রুতিই রাখেননি মোদী। এমন দাবিও করেন কল্য়াণ।

দেখুন লোকসভায় কল্য়াণের বক্তব্য

দেশজুড়ে চলা মহিলা নির্যাতন নিয়ে পরিসংখ্যান পেশ করে কল্যাণ প্রমাণের চেষ্টা করেন, বাংলাকে নিয়ে যতই বলা হোক, দেশে মহিলাদের ওপর অত্যাচার থামাতে ব্যর্থ হন প্রধানমন্ত্রী মোদী।

দেখুন কল্যাণের মুখে কিতকিতের কথা

লোকসভায় কল্য়াণের এই ভাষণের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাইরের রাজ্যের অনেকেই জানতে চাইছেন, চু কিতকিত আসলে কী? গ্রাম বাংলার একেবারে পরিচিত খেলা 'কিতকিত'।

চু কিতকিত কী-'চু কিতকিত'। মহারাষ্ট্রে মারাঠি ভাষায় কিতকতিকে বলা হয় 'হু-তু-তু'নামে। তু কথাটার মানে ছোঁয়া, আর কিতকিত কথাটার মানে হাততালির আওয়াজ।