প্রথম দফার ভোটপর্বে সকাল থেকেই অশান্ত রয়েছে কোচবিহার (Cooch Behar)। কোথায় তৃণমূল কর্মীদের হাতে বিজেপি আক্রান্ত হচ্ছে। কোথাও আবার বিজেপি কর্মীরা হামলা চালাচ্ছে তৃণমূল সমর্থকদের ওপর। এমনকী বাদ যাচ্ছেন না সাধারণ মানুষও। কোচবিহারের বিভিন্ন এলাকায় ভোটাররা আতঙ্কে ভোট দিতে যেতে পাচ্ছেন না। শীতলকুচিতে ফের আক্রান্ত হয়েছে ভোটার। দুষ্কৃতিদের হামলায় চোখ ফেঁটে গেল এক ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক সাধারণ মানুষের।

এইসবের মাঝে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ভোট দিলেন। ভোট দেওয়ার পর কোচবিহারকে অশান্ত করার পেছনে তৃণমূলকেই দায়ি করলেন তিনি। তাঁর দাবি, তৃণমূলের সন্ত্রাসকে আটকানোর চেষ্টা করছে সাধারণ মানুষ। অন্যদিকে বিজেপি বিধায়ক উদয়ন গুহর দাবি, লোকসভা নির্বাচন ঘিরে ভোট সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। তাঁদের কর্মীদের ওপর মারধর করা হচ্ছে বলে অভিযোগ উদয়নের।

এদিকে এই ভোট সন্ত্রাসের কারণে কোচবিহারে অনেক বুথেই সাধারণ নাগরিক ভোট দিতে যাাচ্ছে না। ভোটের ৬ ঘন্টা পেরিয়ে গেলেও অশান্তি কমার নাম নিচ্ছেে না। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে কোচবিহারের ১৭৬টি অভিযোগ, আলিপুরদুয়ারের ১৩৫টি অভিযোগ এবং জলপাইগুড়ির ৭৬টি অভিযোগ জমা পড়েছে।