laddu (Photo Credit: File Photo)

হায়দরাবাদ, ২৪ সেপ্টেম্বর: তিরুপতিতে (Tirupati) যে লাড্ডু (Laddu) তৈরি করা হয়, তার ঘিয়ে পশুর চর্বি, মাছের তেলের মিশ্রণ রয়েছে।  এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়। তিরুপতিতে বিতর্ক চরমে উঠলেও তাতে লাড্ডুর বিক্রি কমেনি। অর্থাৎ বিতর্ক যতই মাথা চাড়া দিক না কেন, তিরুপতি মন্দিরে হাজির দর্শনার্থীদের সংখ্যা এখনও দিন প্রতি ৬০ হাজার জন করে। এমনই রিপোর্ট উঠে আসে এবার বিতর্কের মাঝে।

আরও পড়ুন: Tirupati Row: তিরুপতিতে লাড্ডুতে গরু, শুয়োরের চর্বি বিতর্ক চরমে, নোটিশ, বন্ধ শুদ্ধিকরণের কাজ

রিপোর্টে প্রকাশ, বিতর্কের মাঝে গত ৪ দিনে ১৪ লক্ষ লাড্ডু বিক্রি হয়েছে। তিরুপতি দর্শনে আসা মানুষ গত ৪ দিন ধরে ১৪ লক্ষ লাড্ডু কিনেছেন বলে রিপোর্টে প্রকাশ। যার মধ্যে ১৯ সেপ্টম্বই ৩ লক্ষের বেশি লা্ডু বিক্রি হয়েছে। ২০ সেপ্টেম্বরও বিক্রি হয়েছে ৩ লক্ষ ২০ হাজা লাড্ডু। ২২ সেপ্টেম্বর বিক্রি হয়েছে ৩ লক্ষ ২২ হাজার লাড্ডু। সবকিছু মিলিয়ে বিতর্ক যতই মাথা চাড়া দিক না কেন, মানুষের আস্থায় ভাটা পড়েনি। সেই কারণে তিরুপতি মন্দিরের লাড্ডু বিক্রিতেও কোনও কমতি নেই।