হায়দরাবাদ, ২৪ সেপ্টেম্বর: তিরুপতির (Tirupati) লাড্ডু (Laddu) নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। তিরুপতির লাড্ডু তৈরিতে যে ঘি ব্যবহার করা হয়, সেখানে গরু, শুয়োরের চর্বি এবং মাছের তেল ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠে আসতে শুরু করেছে। ল্যাব রিপোর্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়। যে ঘটনার পর যেমন রাজনৈতিক চাপানউতোর শুরু হয়, তেমনি মন্দির শুদ্ধিকরণের কাজও শুরু হয়ে যায়। তিরুপতিতে লাড্ডু বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করলে, এবার এ আর ডেয়ারিকে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর।
প্রসঙ্গত এ আর ডেয়ারির তরফেই তিরুমালার তিরুপতি মন্দিরে ঘি সরবারহ করা হয়। এবার সেই এ আর ডেয়ারিকেই তিরুপতি ইস্যুতে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। গত ৪ বছর ধরে এ আর ডেয়ারির তরফেই তিরুপতিতে ঘি সরবারহ করা হয়। ফলে এ আর ডেয়ারিকে নোটিশ পাঠিয়ে কড়া পদক্ষেপ করা হচ্ছে লাড্ডু বিতর্কে।
অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রীর পদে বসে বিস্ফোরক অভিযোগ করেন চন্দ্রবাবু নায়ডু। অন্ধ্রের মুখ্যমন্ত্রীর অভিযোগ, তিরুপতির লাড্ডু তৈরিতে ব্যবহৃত ঘিয়ে পশুর চর্বি এবং মাছের তেল রয়েছে। নায়ডুর অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হলে, তা কার্যত নস্যাৎ করে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।