তিরুপতি, ২৯ জুন: করোনা সংক্রমণে সশরীরে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার উপর জারি বাধানিষেধ। তাই অনলাইনেই ভগবান দর্শনে পড়ছে লম্বা লাইন! তাতেও রয়েছে বাধানিষেধ। তিরুমালা তিরুপতি মন্দিরে (Tirupati Temple) অনলাইনে দর্শনের টিকিট মিলছে। প্রতিদিন শ্রী ভেঙ্কটেশ্বর দেবতা দর্শনে বরাদ্দ ৯ হাজার টিকিট। এরমধ্যে ভগবান দর্শনের জন্য রয়েছে ৩০০টাকার স্পেশাল এন্ট্রি টিকিট। সোমবার থেকে শুরু হচ্ছে এই পরিষেবা।
১০ বছরের ছোট শিশু কিংবা ৬৫ বছরের বেশি বৃদ্ধ ব্যক্তিদের মন্দিরে প্রবেশের উপর জারি রয়েছে বিধিনিষেধ। প্রত্যেক দর্শনার্থীদের কোনওরকম মেডিকেল ইস্যু ছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হবে। পাশাপাশি মন্দিরে প্রবেশেও চলবে থার্মাল স্ক্রিনিং।
সংক্রমণ রুখতে মাস্ক এবং ৬ ফিট দূরত্ব রেখে সামাজিক ব্যবধান বাধ্যতামূলক। তিরুমালা মন্দিরের প্রতিটি সদস্য পিপিই কিট পরা আবশ্যিক। ভক্তদের কথা মাথায় রেখে একাধিক বিধিনিষেধ মেনে খুলছে মন্দিরের দরজা। করোনাভাইরাসের সংক্রমণের আগে অন্ধ্রপ্রদেশে অবস্থিত এই মন্দিরে ভগবান দর্শনে লাখ লাখ ভক্ত ভিড় জমাতেন।