দিল্লি, ২ মে: গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়াকে জেলের মধ্যে খুন করে অন্য গ্যাংস্টার যোগেশ টুন্ডা। তিল্লু জয়পুরিয়া ওরফে সুনীল মানকে জেলের মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে যায় যোগেশ টুন্ডা। এরপর লোহার রড দিয়ে যোগেশ টুন্ডা এবং তার সহযোগীরা তিল্লুকে মারধর শুরু করে। তিল্লুর পাশাপাশি রোহিত নামে আরও একজনকে মারধর করা হয়। বর্তমানে রোহিতের অবস্থা স্থিতিশীল বলে খবর। জানা যায়, যোগেশ টুন্ডা, দীপক তিতার, রিয়াজ খান এবং রাজেশ নামে একজন তিল্লুকে লোহার রড দিয়ে মারধর করে। এরপর জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে তিল্লু। তাকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হলে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
২০২১ সালে রোহিনী আদালত চত্ত্বরে খুন করা হয় গ্যাংস্টার জিতেন্দ্র যোগীকে। জিতেন্দ্র যোগী হত্যায় মূল অভিযুক্ত তিল্লু তাজপুরিয়া। ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর তিল্লু এবং তার দলের দুই সদস্য একযোগে গ্যাংস্টার জিতেন্দ্র যোগীকে আদালত চত্ত্বরে খুন করে। এরপরই তিল্লু তাজপুরিয়াকে পুলিশ গ্রেফতার করে।
এবার সেই তিল্লু তাজপুরিয়াকে তিহাড় জেলের মধ্যে মুখে কাপড় জড়িয়ে খুন করে অপর গ্যাংস্টার যোগেশ টুন্ডা এবং তার সহযোগীরা।