নতুন দিল্লি, ১৬ মার্চ: চলতি সপ্তাহেই নির্ভয়ার চার ধর্ষক খুনির ফাঁসি (Nirbhaya Case) হওয়ার কথা। নির্দিষ্ট দিনের অন্তত তিনদিন আগে ফাঁসুড়ে পবন জল্লাদকে রিপোর্ট করতে বলল তিহাড় জেল কর্তৃপক্ষ। রবিবারই রিপোর্টের নোটিস গিয়েছে। শুক্রবার সকাল সাড়ে পাঁচটার সময় তিহাড় জেলেই চার ধর্ষক খুনি পবন গুপ্তা (২৫), মুকেশ কুমার সি (৩২), বিনয় শর্মা (২৬), অক্ষয় কুমার সিং (৩১)-এর ফাঁসি হতে চলেছে। বার বার আইনি জটিলতার কারণে এই চারজনের ফাঁসি স্থগিত হয়েছে। যদিও চলতি মাসের গোড়ায় দিল্লি হাইকোর্টের রায় অনুযায়ী আগামী শুক্রবার ফাঁসির দিন নির্ধারিত হয়েছে। এদিকে আজই আসামী মুকেশ সিংয়ের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। তার দাবি, আইনজীবী সহযোগিতা করেননি।
সমস্ত আইনি প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে মুকেশ। অভিযোগ, আইনজীবী বিভ্রান্ত করেছে তাকে। ফের পাঁসির দিন নির্ধারিত হতেই ফাঁসুড়ে পবন জল্লাহের খোঁজ পড়েছে। ইতিমধ্যেই তিহাড় জেল কর্তৃপক্ষের তরফে এনিয়ে চিঠি পৌঁছেছে উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে। তিহাড় জেলের জেলর সন্দীপ গোয়েল বলেন, “পবন জল্লাদের বাড়ি উত্তরপ্রদেশের মেরঠে। তাঁকে ১৭ তারিখ অর্থাৎ আগামী কালের মধ্যে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে তিহাড় জেল কর্তৃপক্ষ। এর ঠিক তিনদিনের দিনই ফাঁসি নির্ধারতি হয়েছে।” জেলের তরফে জানাো হয়েছে, পবন জল্লাদ তিহাড়ে এলেই ফাঁসির মহড়া হবে। প্রতিদিন একবার করে চার সাজাপ্রাপ্তের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। প্রতিদিনি কাউন্সেলিংও করা হচ্ছে। মুকেশ, পবন ও বিনয়ের পরিবারের লোকজনের সঙ্গে ইতিমধ্যেই শেষবারের মতো দেখা সাক্ষাৎ হয়ে গেছে। আরও পড়ুন- Coronavirus Outbreak In Odisha: ওড়িশায় প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলল, ইতালি থেকে সম্প্রতি ভুবনেশ্বরে ফিরেছেন ওই যুবক
Tihar Jail officials: Hangman Pawan to reach the Jail on 17th March for the 20th March hanging of the 2012 Delhi gangrape case convicts. Jail officials to conduct dummy execution before the date of hanging. pic.twitter.com/ZyZdbB5GQj
— ANI (@ANI) March 16, 2020
জেল কর্তৃপক্ষ আসামী অক্ষয়ের বাড়ির লোককেও শেষবারের মতো সাক্ষাতের নোটিস পাঠিয়েছে। সপ্তাহান্তে একবার পরিবারের সঙ্গে দেখা করার পর্বটি এখনও জারি রেখেছে তিহাড় জেল কর্তৃপক্ষ।