পুনে, ১২ জানুয়ারি: সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ফ্যাসিলিটি থেকে সাতসকালেই পুনে বিমানবন্দরে পৌঁছে গেল তিন ট্রাক করোনা প্রতিষেধক কোভিশিল্ড (Covishield)। এই বিমানবন্দর থেকে প্রতিষেধকের ডোজ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাবে। ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে টিকাকরণ প্রক্রিয়া। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ১৬ জানুয়ারি থেকে করোনার টিকা দেওয়া শুরু হবে। গতকাল এই করোনা টিকাকরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারেন প্রধানমন্ত্রী। এবং সেখানে তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন যে প্রথম পর্যায়ের টিকাকরণের যাবতীয় খরচ বহন করবে কেন্দ্র। এনিয়ে যেন কোনওরকম গুজব না ছড়ায় সেদিকটা ভালভাবে দেখতে হবে। আরও পড়ুন-Shripad Naik Seriously Injured: পথদুর্ঘটনায় আশঙ্কাজনক কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নাইক, মৃত স্ত্রী ও আপ্তসহায়ক
#WATCH | Three trucks carrying Covishield vaccine reached Pune airport from Serum Institute of India's facility in the city, earlier this morning.
From the airport, the vaccine doses will be shipped to different locations in the country. The vaccination will start on January 16. pic.twitter.com/v3jk4WUyyq
— ANI (@ANI) January 12, 2021
এই প্রসঙ্গো সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে এক বার্তায় জানানো হয়েছে। কেন্দ্র অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড প্রতিষেধক কেনার জন্য ইতিমধ্যেই বরাত দিয়েছে। সেরামের কাছে সেই অর্ডার এসে পৌঁছেছে। পুনে থেকে এই কোভিশিল্ড পৌঁছে যাবে দিল্লি, আমেদাবাদ, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, কার্নাল, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, গৌহাটি, লখনউ, চণ্ডীগড়, ভুবনেশ্বরে। মূলত পুনে থেকে দুটি কার্গো বিমান ও আটটি বাণিজ্যিক বিমানে চেপে ভারের বিভিন্ন প্রান্তের শহরে পৌঁছাবে এই কোভইড প্রতিষেধক।