সামনেই দিওয়ালি (Diwali)। আর তার আগে আচমকা বন্ধ হতে চলেছে দিল্লির তিনটি নাম করা শপিং মল (Shopping Mall)। মূলত জলসঙ্কটের কারণের ঝুলছে তালা এমনটাই খবর। বন্ধের মুখে ডিএলএফ প্রোমেনেড, অ্যাম্বিয়েন্স মল, ডিএলএফ এম্পোরিও মল। দক্ষিণ দিল্লির এই তিনটি বিলাসবহুল মল কেবল রাজধানীরই নয়, বরং ভারতের বাণিজ্য ও পর্যটনেরও গুরুত্বপূর্ণ প্রতীক বলে গণ্য হয়। জানা গিয়েছে, দিল্লিজুড়ে বেশকিছু এলাকায় জলসঙ্কট দেখা দিয়েছে। দিল্লি জল বোর্ডের (ডিজেবি) তরফে পর্যাপ্ত জল সরবরাহ করা হচ্ছে না বলে দাবি কর্তৃপক্ষের। নিয়মিত জল সরবরাহ এই আবহে দাঁড়িয়ে লকর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে মল বন্ধ করে দিতে বাধ্য হবেন তাঁরা। সামনেই দীপাবলী এই সময় প্রায় সব মলেই অন্যান্য সময়ের থেকে বেশি ভিড় দেখা যায়। উৎসবের আবহে এভাবে মল বন্ধ হয়ে গেলে হাজার হাজার কর্মচারীর জীবিক বিপন্ন ও ব্যবসার ক্ষতির আশঙ্কা করা হয়েছে। যদিও এই বিষয়ে দিল্লি জল বোর্ডের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
জলের আকাল, দিওয়ালির মুখে বন্ধের মুখে নামকরা সব শপিং মল
Top three shopping malls of Delhi may face shutdown amid Diwali season.
Ambience Mall Vasant Kunj, DLF Promenade, and DLF Emporio face severe water shortages, risking temporary closure ahead of Diwali.#DelhiMall #DLFPromenade #DLFEmporio #AmbienceMall #DelhiJalBoard… pic.twitter.com/mmn6KbHB0Q
— The Tatva (@thetatvaindia) October 13, 2025