Ceasefire Violation In Jammu And Kashmir: ফের সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন, ভারতীয় সেনার জবাবে নিকেশ ৩-৪ জন পাক সেনা
কাশ্মীরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন (Photo Credits: IANS)

শ্রীনগর, ২৭ ডিসেম্বর: বৃহস্পতিবার ভোর পৌনে চারটে নাগাদ সীমান্তে ফের একবার অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ ও রাজৌরি (Poonch and Rajouri) সেক্টর লাগোয়া নিয়্ন্ত্রণরেখা (LoC) বরাবর ভারতীয় চেক পোস্ট লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। প্রায় সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। সংবাদসংস্থা সূত্রে খবর, ভারতীয় সেনার পাল্টা গুলিতে ৩-৪ জন পাকিস্তানি জওয়ান নিকেশ হয়েছে। পুঞ্চের কৃষ্ণা ঘাঁটি সেক্টরে প্রথম হামলা চালায় পাকিস্তান। পড়শি দেশের সেনার জনসংযোগ সংস্থা (ISPR)-র তরফে তা স্বীকারও করা হয়েছে। যদিও তাদের দাবি, এই হামলায় তিন জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। তবে পাল্টা দু'জন পাক জওয়ানের মৃত্যুর খবরও স্বীকার করেছে ISPR।

এদিকে পাক সেনার আচমকা হামলার পাল্টা হিসেবে ভারতীয় সেনা মর্টারও আর্টিলারি ফায়ার শুরু করে। সেই আঘাতে দুই পাক সেনার মৃত্যু হয়েছে। এমনটাই স্বীকার করে নিয়েছেন পাক অধিকৃত কাশ্মীরের দেওয়া সেক্টরের মেজর জেনারেল আসিফ গফুর। তবে ভারতীয় সেনার শহিদ হওয়ার প্রসঙ্গটি মানতে নারাজ নয়াদিল্লি। বরং সেনা সূত্রে পালটা দাবি করা হয়েছে, ভারতীয় বাহিনীর কড়া জবাবেই একাধিক পাক রেঞ্জার্সের মৃত্যু হয়েছে।শুধু তাই নয়, শুক্রবার দুপুরেও সুন্দরবনী সেক্টরেও অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। এবারও পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনা। তবে এই গুলির লড়াইয়ে ভারতীয় সেনার শহিদ হওয়ার কোনও তথ্য সরকারিভাবে এখনও প্রকাশ্যে আসেনি। ৩৭০ ধারা জারি হওয়ার পর থেকে পাকিস্তান সীমান্তে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। বেশিরভাগ সময় অস্ত্রবিরতি লঙ্ঘন করে সীমান্তে গপাক সেনার গুলি বর্ষণের পিছনে অন্য কারণ থাকে। সেটি হল ভারতীয় সেনা যখন পাকিস্তানের গুলির জবাব দিতে ব্যস্ত থাকবে তখন কাছাকাছি লঞ্জ প্যাড দিয়ে ভারতে অনুপ্রবেশ করবে পাক জঙ্গিরা। আরও পড়ুন-BJP Ally JD(U) Refuses Support To NPR: কেন্দ্রের তরফে স্বচ্ছতা নেই, তাই বিহারে এনপিআর হবে না জানিয়ে দিল নীতীশ কুমারের সরকার

সম্প্রতি রাজ্যসভায় কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত পাকিস্তান ৯৫০ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলি বর্ষণ করেছে। মূলত জঙ্গি অনুপ্রবেশের কাজ সহজ করতেই যে পাক সেনা বার বার চুক্তি লঙ্ঘন করে তার প্রমাণ রয়েছে।