ভারতীয় সেনা ও লাল ফৌজের প্রতীকী ছবি (Photo Credits: IANS)

লাদাখ, ১৬ জুন: সোমবার ইন্দো-চিন ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠকের পরেই মঙ্গলবার ভারতীয় সেনার উপরে হামলা চালায় লাল ফৌজ। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজন সেনার মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন একজন কর্ণেলও। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে লাদাখের (Ladakh) ভারত চিন সীমান্তে, সেসময় গলওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলছিল, তার মধ্যেই ভারতীয় সেনাকে লক্ষ্য করে হামলা চালায় লাল ফৌজ। সীমান্ত সমস্যা নিয়ে লাদাখে ভারত চিন দুই পক্ষের সেনাদের মধ্যেই বেশ কয়েক সপ্তাহ ধরে উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত রয়েছে।

ভারতীয় সেনার পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গলওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়ার চলাকালীনই গতকাল রাতে সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতীয় সেনার এক অফিসার এবং দুই জওয়ানের মৃত্যু হয়েছে। দু’পক্ষের উপর মহলের অফিসারেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন।” এদিকে সীমান্তে উত্তেজনা মেটাতে সোমবারও দুই তরফের ব্রিগেডিয়ার পর্যায়ের একটি বৈঠক হয় পূর্ব লাদাখে। গলওয়ান ভ্যালির মুখের কাছে ১৪ নম্বর টহলদার পয়েন্টে বৈঠকটি বসে। এর কাছে ১৭ নম্বর টহলদার পয়েন্টেই রয়েছে সেই হট স্প্রিং। আরও পড়ুন-Satyendar Jain: কেজরিওয়ালের পর সত্যেন্দ্র জৈন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি দিল্লির স্বাস্থ্য মন্ত্রী

গত ৩ জুন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে জানান,  “লাদাখে ভারত ও চিনের মধ্যে হঠাৎ শুরু হওয়া সীমান্ত সমস্যা মূলক উত্তেজনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ড্যামেজ কন্ট্রোল শুরু হয়েছে। দুই তরফের সেনার বিভিন্ন পর্যায়েই এই নিয়ে বৈঠক চলছে।”