Satyendar Jain: কেজরিওয়ালের পর সত্যেন্দ্র জৈন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি দিল্লির স্বাস্থ্য মন্ত্রী
সত্যেন্দ্র জৈন (Photo Image: PTI)

নতুন দিল্লি, ১৬ জুন: মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পর এবার দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain)। শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে রাজধানীর রাজীব গান্ধী সুপারস্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হলেন সত্যেন্দ্র জৈন। মঙ্গলবার সকাল সকালই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সংস্থা এএনআই এক টুইট বার্তায় জানিয়েছে, সত্যেন্দ্র জৈনের শ্বাসকষ্ট শুরু হয়েছে। জ্বরও রয়েছে তাঁর শরীরে। গত সপ্তাহে জ্বরের সঙ্গে গলা ব্যথা শুরু হতেই আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজে থেকেই কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন। বেশ কয়েকদিন ধরে জ্বর থাকায় বাড়ি থেকে বেরোচ্ছিলেন না তিনি। এমনকী, ৯ জুন পর্যন্ত তাঁর যাবতীয় বৈঠক বাতিলও করা হয়। আরও পড়ুন-COVID-19 Cases In India: ভারতে করোনার মৃত্যু মিছিল ১০ হাজার ছুঁই ছুঁই, মোট আক্রান্ত ৩ লক্ষ ৪৩ হাজার ৯১ জন

তবে অরবিন্দ কেজরিওয়ালের কোভিড-১৯ টেস্ট নেগেটিভ এসেছে। গত সপ্তাহে কোভিডের মৃদু উপসর্গ নিয়ে দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি হন মধ্যপ্রদেশের বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর মা মাধবী রাজেও ছেলের সঙ্গে হাসপাতালে ভর্তি হন। টেস্ট রিপোর্ট এলে জানা যায়, তাঁর দুজনেই কোভিড-১৯ পজিটিভ। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মৃদু উপসর্গ থাকলেও মা মাধবী রাজে একেবারেই উপসর্গহীন ছিলেন। দুজনেই এখন দিল্লির সাকেতের ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবার দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ভর্তি করা হল হাসপাতালে। তাঁর কোভিড-১৯ টেস্টের ব্যবস্থা হচ্ছে।