প্রতীকী ছবি

রাজৌরি: ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই পরপর জঙ্গি হামলার ঘটনা ঘটল ভূস্বর্গে (Jammu and Kashmir Terror Attack)। এর মধ্যে জম্মু ও কাশ্মীরের রাজৌরি (Rajouri) জেলার ডাঙ্গরি এলাকায় (Dangri area) জঙ্গি হামলার (Terrorist Attack) ফলে প্রাণ হারালেন কমপক্ষে তিনজন। জখম হয়েছেন আরও ১০ জন।

এপ্রসঙ্গে রাজৌরির অ্যাসোসিয়েটেড হাসপাতালের (Associated Hospital) সুপার (Medical Superintendent) ডাঃ মেহমুদ (Dr Mehmood) বলেন, "রাজৌরির ডাঙ্গরি এলাকায় গুলি চালানোর ঘটনায় তিনজনের মৃত্যু হয়। জখম হন সাতজন। খবর পেয়েই ঘটনাস্থলে গেছেন পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা। জখমদের শরীরের একাধিক জায়গায় গুলির ক্ষত রয়েছে।"

অন্যদিকে রবিবার সন্ধ্যাতে শ্রীনগরে (Srinagar) সিআরপিএফের (CRPF) একটি বাঙ্কার (bunker) লক্ষ্য করে গ্রেনেড (grenade) ছোঁড়ে জঙ্গিরা (militants)। এর ফলে একজন সাধারণ নাগরিক (Civilian) জখম হয়েছেন।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (Central Reserve Police Force) সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাতটা ৪৫ মিনিট নাগাদ শ্রীনগরের হালওয়াল (Halwal) এলাকার মির্জা কামিল চকের (Mirza Kamil Chowk) কাছে থাকা সিআরপিএফের একটি বাঙ্কার লক্ষ্য করে একটি গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। সেটি রাস্তার ধারে ফেটে একজন সাধারণ নাগরিক জখম হয়েছেন। হাবাক (Habak) এলাকার বাসিন্দা ওই ব্যক্তির নাম সামির আহমেদ মাল্লা। তাঁকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: Solapur Shocker: সোলাপুরের আতশবাজির কারখানায় আগুন লেগে মৃত ৩ মহিলা, জখম চার

দুটি এলাকাতেই অজ্ঞাত পরিচয়ের জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। অন্য একটি ঘটনায় নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালিয়ে একটি একে-৪৭ রাইফেলস ছিনিয়ে নিয়েছিল এক কাশ্মীরি যুবক। পরে তার পরিবারের সদস্যদের সহযোগিতায় সেটি ফেরত পাওয়া যায়। এই বিষয়ে ওই পরিবারকে ধন্যবাদ জানানো হয়েছে নিরাপত্তারক্ষীদের তরফে।