(Photo Credits: ANI)

সোলাপুর: আতশবাজি তৈরির কারখানায় (Firecrackers manufacturing Factory) আগুন (fire) লেগে মৃত্যু (death) হল তিন মহিলা কর্মীর (woman workers)। জখম হয়েছেন (injured) আরও ৪ জন। রবিবার দুপুরে দুর্ঘটনাটি (accident) ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) সোলাপুর (Solapur) জেলার শ্রীরালে গ্রামে (Shirale village)।

পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, রবিবার দুপুরে আতশবাজি তৈরির কারখানায় আগুন যখন লাগে তখন সেখানে কমপক্ষে ৪০ শ্রমিক কাজ করছিলেন। বেশিরভাগই আগুন লাগার খবর পেয়ে নিরাপদ দূরত্বে সরে যান। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন মহিলার। এদিকে খবর পেয়েই দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছন উদ্ধারকারী দলের সদস্যরা। জখমদের তড়িঘড়ি অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের পাঙ্গরি রুরাল হাসপাতালে (Pangri Rural hospital) স্থানান্তরিত করা হয়েছে। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করতে শুরু করেন। এখনও পর্যন্ত কেন আগুন লাগল তা জানা যায়নি।

পুলিশ সূত্রে আরও জানানো হয়, তিনজন মহিলা গুরুতরভাবে জখম হয়েছেন। একজনের অবস্থা খুব খারাপ হয়ে পড়ার কারণে তাঁকে আরও ভালো চিকিৎসার জন্য ওসমানাবাদের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাঙ্গরি গ্রামীণ হাসপাতালের সুপার ডাঃ বীরেন্দ্র পাটিল জানান, মৃত মহিলাদের দেহ এমনভাবে পুড়ে গেছে যে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। বলেন, পাঙ্গরি গ্রামীণ হাসপাতালে তিনজনের মৃতদেহ রয়েছে। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, এই দুর্ঘটনার ফলে ৬ থেকে ৭ কর্মী গুরুতরভাবে জখম হয়েছেন।