Maoist, Representational Image (Photo Credit: ANI)

ফের ছত্তিশগড়ের (Chhattisgarh) জঙ্গলে নিকেশ মাওবাদীরা। রবিবার সকালে সুকমা জেলার চিন্তাকোঁটা থানা এলাকার কোলমাল পাট জঙ্গলের মধ্যে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে অভিযান চালায়। আর তাতেই মেলে সাফল্য। খতম হয় তিন মাও নেতা। যার মধ্যে ২ জন মহিলা ও ১ জন পুরুষ। তাঁদের থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অস্ত্র। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। এই এনকাউন্টার অভিযানের পর কোলমাল পাট জঙ্গলে জোরকদমে চলছে তল্লাশি অভিযান।

উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

জানা যাচ্ছে, মৃতদের মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। এরা সকলেই নকশাল নেতা ছিল। যদিও তাঁদের নাম, পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি ছত্তিশগড় পুলিশ। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একটি ৩০৩ রাইফেল, ভিজিএ লঞ্চার এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের অনুমান ওই এলাকায় আরও বেশ কয়েকজন মাওবাদী আত্মগোপন করে রয়েছে। তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।

অমিত শাহের হুঁশিয়ারি

দিনকয়েক আগেই বাস্তারের জঙ্গলে খতম হয়েছিল বেশ কয়েকজন মাওবাদী। এর আগে চলতি বছরে একাধিকবার এনকাউন্টার অভিযানে খতম হয়েছে কয়েক হাজার মাওবাদী। ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশের জঙ্গলেও অব্যাহত রয়েছে এই অভিযান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করার সময়সীমা বেঁধে দিয়েছেন।