গুয়াহাটি, ২ এপ্রিল: বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পালের গড়িতে করে ইভিএম নিয়ে যাচ্ছেন চার পোলিং অফিসার। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই চারজন ভোটকর্মীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ঘটনাটি অসমের করিমগঞ্জের। এই ঘটনায় ফের ওই বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এফআইআরও দায়ের হয়েছে। অসম বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ মিটতেই বিষয়টি প্রকাশ্যে আসে। কারণ করিমগঞ্জে ভোট পরবর্তী অশান্তি শুরু হয়। স্থানীয়রা দেখতে পান চার ভোট কর্মী বিজেপি বিধায়কের বোলেরো গাড়িতে করে ইভিএম নিয়ে যাচ্ছেন। করিমগঞ্জ থেকে গাড়িটি ততক্ষণে ৩ কিলোমিটার এগিয়ে গিয়েছে। ভোট শেষ হওয়ার পর ইভিএমটি ওই গাড়িতে করে স্ট্রং রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। আরও পড়ুন-WB Assembly Elections 2021: ‘নন্দীগ্রামে দিদি জিতছেন, আপনি বরং বারণসীর বদলে নিরাপদ আসন খুঁজুন’, মোদিকে খোঁচা তৃণমূলের
This is a criminal act and we demand immediate disqualification of the candidate. This is clear that the BJP is losing in Assam that is why it is using illegal means to win the elections, which is unacceptable: Congress leader Sushmita Dev pic.twitter.com/K27knojQal
— ANI (@ANI) April 2, 2021
অভিযোগ পেয়েই চার ভোটকর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যথাযথ পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে, ভোটকর্মীরা জানতেন না যে ওই গাড়ির মালিক করিমগঞ্জের বিজেপি বিধায়ক। গোটা ঘটনায় ক্ষিপ্ত কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব বলেছেন, “বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত জেনে বিজেপি এই কাজ করেছে। বেআইনি ভাবে জিততে চেয়েছিল। ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হোক।”