Rahul Gandhi, Narendra Modi. (Photo Credits: X)

Railway worker crushed to death: বিহারের বেগুসরাইয়ের বারাউনি স্টেশনে এক রেলকর্মীর মর্মান্তিক মৃত্যু। রেলের এক্সপ্রেস থেকে ইঞ্জিন আলাদা করার কাজ করতে গিয়ে দুটি বগির মাঝে পিষে মারা গেলেন অমরকুমার রাও নামের এক রেলকর্মী। লখনৌ-বারাউনি এক্সপ্রেস ট্রেনে কাপলিং খোলার কাজে গিয়ে রেলকর্মীর মৃত্যু নিয়ো তোলপাড় পড়ে গিয়েছে। মর্মান্তিক এই মৃত্যু নিয়ে রেলের গাফলতির অভিযোগ ওঠে। এদিন রাতে বিহারের রেলকর্মীর মর্মান্তিক ঘটনায় টুইটের মাধ্যমে মোদী সরকারকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই মৃত্যুর পিছনে ভারতীয় রেলে দীর্ঘদিনের গাফলতি, অবহেলা এবং ইচ্ছাকৃতভাবে রেলে খালি পদে কম সংখ্যক নিয়োগকে দায়ী করেন কংগ্রেসের শীর্ষ নেতা তথা সাংসদ।

এই ইস্যুতে বিরোধী দলনেতা রাহুল লেখেন, "মোদীজি সাধারণ মানুষ আর কবে সুরক্ষিত থাকবে? আপনি শুধু আদানিকে সুরক্ষিত থাকতে ব্যস্ত।"

দেখুন রেলকর্মীর মৃত্যু নিয়ে এক্স প্ল্যাটফর্মে কী লিখলেন রাহুল গান্ধী

এরপর এক্স প্ল্যাটফর্মে লেখেন, "যে ভয়াবহ ছবি (বিহারে রেলকর্মীর মৃত্যুর) ও খবর দেখছি তা হল দীর্ঘদিনের গাফলতি, অবহেলা এবং ইচ্ছাকৃতভাবে ভারতীয় রেলে কম সংখ্যক নিয়োগের ফল।"