দিল্লি, ২৭ আগস্ট: বুধবার অর্থাৎ আগামী কাল পর্যন্ত পি চিদম্বরমকে (P Chidambaram) গ্রেপ্তার করতে পারবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এদিন মামলার শুনানিতে এমন নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। গত ২১ তারিখে নিজের বাড়িতেই পি চিদম্বরমকে গ্রেপ্তার করে সিবিআই(CBI)। তারপর থেকে সিবিআই হেফাজতেই রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা। এই হেফাজতে থাকাকালীন অবস্থাতেই ইডি যাতে তাঁকে গ্রেপ্তার করেত না পারে সেজন্য সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেন পি চিদম্বরম। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে আগামী কাল পর্যন্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ইডি গ্রেপ্তার করতে পারবে না। এদিকে ইডির আনা অভিযোগ গুলির কোনও সারবত্তা নেই বলেই এদিন এজলাসে দাবি করেন পি চিদম্বরমের আইনজীবীরা।
কেননা যখন পি চিদম্বরমের বিরুদ্ধে বিবিধ অভিযোগ আনে ইডি (ED), তখন সেই অভিযোগ সংক্রান্ত আইনকানুন এদেশে তৈরিই হয়নি। ইডি-যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি বিশদে সংবাদমাধ্যমকে জানিয়েছে, তানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা। এদিকে পি চিদম্বরমের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ‘হিংস্র, অপরীক্ষিত এবং অপ্রমাণিত’ অভিযোগ করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি মেসেজে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারের তরফে লেখা হয়েছে, ‘সরকারের উদ্দেশ্য হল পি চিদম্বরমকে অপমান এবং হেনস্থা করা। সংবাদমাধ্যমও সেই চেষ্টার বিরুদ্ধে তাদের স্বাধীনতা ধরে রাখতে পারেনি।’ এ দিন ইডির অফিসারদের সঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্নোত্তরের প্রতিলিপি জমা দেওয়ার আবেদন জানান চিদম্বরমের আইনজীবীরা। তাঁদের দাবি, ওই প্রতিলিপি থেকেই প্রমাণ করা যাবে, বর্ষীয়ান কংগ্রেস নেতাকে সঠিক ভাবে প্রশ্ন করা হয়নি আর তিনিও কিছুই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি। ও দিকে ইডির দাবি, তাঁরা ৭৩ বছরের নেতার কাছ থেকে স্বীকারোক্তিও পেয়ে গিয়েছেন। আরও পড়ুন-বাড়ল হেফাজতের মেয়াদ, ৩০ তারিখ পর্যন্ত সিবিআইয়ের তত্ত্বাবধানেই থাকছেন পি চিদম্বরম
উল্লেখ্য, গত সপ্তাহে পি চিদম্বরমকে গ্রেপ্তার করতে রীতিমতো নাকানি চোবানি খেতে হয়েছে সিবিআই কর্তাদের। সিবিআই ও ইডি যাতে তাঁর বিরুদ্দে ওটা বিভিন্ন আর্থিক দুর্নীতির মামলায় তাঁকে গ্রেপ্তার করেত না পারে তাই আগেভাগেই সুপ্রিমকোর্টের রক্ষাকবচ নিয়ে রেখেছিলেন পি চিদম্বরম। চলতি মাসে সেই রক্ষা কবচের (Anticipatory bail) দিন শেষ হয়ে গেলে ফের আগাম জামিনের আবেদন করেন তিনি। তবে দেশের শীর্ষ আদালতে সেই আবেদন গ্রাহ্য হতে বেশ কয়েকদিন সময় লেগে যায়। এরমদ্যেই সবিশেষ তৎপরতার সঙ্গে চিদম্বরমকে হেফাজতে নেয় সিবিআই। আইএনএক্স মিডিয়া মামালায় (INX media case) বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই তাঁকে বেশ কয়েকবার জেরা করেছেন সিবিআই কর্তারা।