গুলাম মহম্মদ সারুরি (Photo Credits: Twitter/GMSaroori)

নতুন দিল্লি, ১০ ফেব্রুয়ারি: উপত্যকার প্রবীণ কংগ্রেস নেতা গুলাম মহম্মদ সারুরির সঙ্গে সন্ত্রাসযোগের অভিযোগ। এনআইএ (NIA) এই মামলায় সারুরিকে আজ তলব করেছিল। গুলাম মহম্মদ সারুরির ভাই ও গ্রামের সরপঞ্চ এই ঘটনায় জড়িত। কিস্তওয়ার জেলায়  গত বছর অক্টোবরে গুলাম মহম্মদ সারুরির ভাই সাফি সারুরিকে গ্রেপ্তার করে জম্মু ও কাশ্মীরের পুলিশ। সেই কাজেই এদিন গুলাম সারুরিকে ডেকে পাঠায় এনআইএ। বলা হয়, সাফি সারুরির সঙ্গে উপত্যকার জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের যোগাযোগ রয়েছে। অভিযোগ, কিস্তওয়ারে সারুরিদের নিজস্ব বাড়ি আছে। সেই বাড়িই নাকি জঙ্গিদের কার্যকলাপে ব্যবহৃত হচ্ছে। এর নেপথ্যে সাফি সারুরির হাত রয়েছে।

এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সাফি। তাঁর দাবি, তাঁদের পরিবারের রাজনৈতিক পরিচয় বিনষ্ট করানোর জন্য এসব ছড়ানো হচ্ছে।  যদিও এনআইএ-র দাবি হিজবুলের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে সাফি সারুরির।  এই কিস্তওয়ার জেলা নয়ের দশকে উপত্যকায় জঙ্গি কার্যকলাপের সময় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সমস্যা থেকে ধীরে ধীরে সমাজের মূল স্রোতে ফিরছে কিস্তওয়ার। ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকেই উত্তাল কিস্তওয়ার, জঙ্গিরা আরএসএস নেতাকে হত্যা করেছে। একের পর এক হামলা ঘটেই চলেছে। তারপর থেকে ভিনরাজ্যে ব্যবসায়ীরা জম্মু ও কাশ্মীরে এসে খুন হয়ে গিয়েছেন। কোনওভাবেই এই বিষয়টিকে আয়ত্তে আনতে পারেনি সেনা চোরাগোপ্তা জঙ্গিহানা চলেছেই। আরও পড়ুন-West Bengal Budget: একুশের আগে জনমোহিনী বাজেট, কৃষিতে আয়কর মকুব রাজ্যের

সম্প্রতি দাভিন্দর সিংয়ের সঙ্গে হিজবুলের যোগসূত্র মেলায় তাঁকে জম্মু ও কাশ্মীরের পুলিশের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, আফজল গুরু নয়, তিনিই প্রথম সংসদ হানায় অভিযুক্ত জঙ্গিকে আশ্রয় দিয়েছিলেন। তারপর আফজল গুরুর সাহায্যে ওই জঙ্গিকে দিল্লিতে ফ্ল্যাট ভাড়ার বন্দোবস্ত করে দেন। তিনজঙ্গির সঙ্গে কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের জাতীয় সড়কে দাভিন্দর সিংকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকেই চলছে ম্যারাথন জেরা।