বেঙ্গালুরু, ২১ মার্চ: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের খারকিভ শহরে গত ১ মার্চ রুশ সেনার গোলা বর্ষণে নিহত ভারতীয় ছাত্র নবীন শেকারাপ্পা গায়ানগৌদারের (Naveen Shekarappa Gyanagoudar ) মরদেহ ফিরল দেশে। সোমবার কাকভোরে বেঙ্গালুরুর কেম্পেগোয়াদা আন্তর্জাতিক বিমানবন্দরে নবীনের দেহ পৌঁছায়। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও কর্ণাটক মন্ত্রিসভার সদস্যরা। মুখ্যমন্ত্রী-সহ প্রত্যেকেই নবীনকে শ্রদ্ধা জানান।
এরপর সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বোম্মাই বলেন, “বিপদের সময়ে দেশের শক্তি বোঝা যায়। এই দুঃ সময়ে নবীনের মরদেহ দেশে ফিরিয়ে এনে জাতির ক্ষমতা দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজই মরদেহ পৌঁছেছে। এবং আগে থেকে আমরা সমস্ত রকমের বন্দোবস্ত করে রেখেছি। উদ্ধার কাজ চলার সময় আমাদের শীর্ষকর্তারা মুম্বই, নতুন দিল্লি, গাজিয়াবাদ, বেঙ্গালুরু বিমানবন্দরে উপস্থিত ছিলেন যাতে ইউক্রেন থেকে আগত পড়ুয়াদের জন্য সমস্ত বিধিব্যবস্থা করা যায়। যাতে পডুয়ারা নিরাপদে নিজেদের বাড়িতে ফিরতে পারেন। এই দুঃ সময়ের ১২ ঘণ্টার মধ্যেই সমস্ত ধরনের পরিষেবা দেওয়ার জন্য হেল্পলাইন তৈরি হয়েছে। একই সঙ্গে রাজ্যের কর্তাব্যক্তিরা প্রতিনিয়ত বিদেশ মন্ত্রক ও ইউক্রেনের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছেন।”
ইউক্রেনে আটক পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখতে রাজ্যের তরফে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ওয়েবসাইট তৈরি করা হয়েছে। অফিসাররা এই বিষয়ে দারুণ কাজ করেছেন। কর্ণাটকের পড়ুয়ার মৃতদেহ দেশে ফেরানোর জন্য তিনি রাজ্যের, কেন্দ্রের, ইউক্রেনের ও পোল্যান্ডের আধিকারিকদের ধন্যবাদও জানান তিনি। “আমার একটাই দুঃখ যে নবীনকে জীবিতাবস্থায় দেশে ফেরাতে পারলাম না।”