Opposition Meet. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ১৭ জুলাই: পটনার পর এবার বেঙ্গালুরু। বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়তে কংগ্রেস শাসিত কর্ণাটকে হাজির দেশের বড়-ছোট ২৪টি দলের শীর্ষ নেতা-নেত্রীরা। এদিন বেঙ্গালুরুতে একসঙ্গে ডিনার সারলেন দেশের বিরোধী দলের নেতারা।  গত মাসে বিরোধী জোটের প্রথম বৈঠক ডেকেছিলেন জনতা দল ইউনাইটেড-এর প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার বেঙ্গালুরুতে জোট বৈঠক ডাকল কংগ্রেস। আঞ্চলিক রাজনীতির সীমাবদ্ধতা ছাড়িয়ে বৃহত্তর স্বার্থের কথা বলে কংগ্রেসের ডাকে বৈঠকে থাকল তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি।

বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে মূল আলোচ্য বিষয় হতে চলেছে, বিজেপি বিরোধী লড়াইয়ের ঐক্যবদ্ধ লড়াইয়ের পথ খোঁজা। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে একজোট হয়ে একটি প্রার্থী দেওয়ার কথাও হবে। তবে আসন সমঝোতা না হলেও কীভাবে নরেন্দ্র মোদী বিরোধী লড়াই লড়া যায় তার ফর্মুলা বের করার চেষ্টা হবে। আরও পড়ুন-কাল এনডিএ-র বৈঠকে থাকবে বিজেপির সহযোগী ৩৮টি দল, দাবি জেপি নাড্ডার

বেঙ্গালুরুতে হাজির সব দলের নেতা-নেত্রীরাই একটা বিষয়ে একমত। তা হল দেশে বিজেপি একদল, একনায়কতন্ত্র চালুর চেষ্টা করছে। আর তাই সিবিআই, ইডি-র মত কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করে বিরোধী দলের নেতা-মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে। অবিজেপি রাজ্যে রাজ্যপালের ভূমিকা নিয়েও ক্ষোভ রয়েছে বিরোধী দলগুলির।

দেখুন ভিডিয়ো

বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে হাজির যারা

কংগ্রেস: মল্লিকার্জন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী

তৃণমূল: মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়

আপ: অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং, রাঘব চাড্ডা

জনতা দল ইউনাইটেড: নীতীশ কুমার

রাষ্ট্রীয় জনতা: লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব

সমাজবাদী পার্টি: অখিলেশ যাদব

ডিএমকে: এমকে স্ট্যালিন

শিবসেনা- উদ্ভব ঠাকরে, আদিত্য ঠাকরে, সঞ্জয় রাউত

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা: হেমন্ত সোরেন

পিডিপি- মেহবুবা মুফতি

ন্যাশানল কনফারেন্স- ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা

রাষ্ট্রীয় লোক দল- জয়ন্ত সিং

আসতে চলেছে

জাতীয়তাবাদী কংগ্রেস: শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে

বাম দলগুলি: সীতারাম ইয়েচুরি, ডি রাজা

কেরলের বেশ কিছু ইউডিএফ-র দল।

থাকছে না যারা

ভারত রাষ্ট্রীয় সমিতি (কেসিআর), বিএসপি (মায়াবতী), বিজু জনতা দল (নবীন পট্টনায়েক)।।

বিজেপির সঙ্গে না থাকলেও যাদের বিরোধী জোটে থাকার প্রশ্নই নেই

ওয়াইএসআর কংগ্রেস (জগনমোহন রেড্ডি), তেলেগু দেশম (চন্দ্রবাবু নাইডু)।।