Arrest, Representational Image (Photo Credit: Twitter/ANI)

পুণেতে পোর্সে গাড়ি দুর্ঘটনাকাণ্ডে অভিযুক্ত কিশোরের বাবা বিশাল আগারওয়াল (Vishal Agarwal) আগেই গ্রেফতার হয়েছিলেন। পরে চাপে পড়ে গ্রেফতার করতে হয়েছিল তাঁর অভিযুক্ত ছেলেকে। এবার পুলিশের জালে জড়ালো অভিযুক্তের দাদু। দিনদুয়েক আগে তাঁকে সমন পাঠানো হয়েছিল, তারপর তাঁকে দফায় দফায় জেরা করেছিল তদন্তকারী অফিসাররা। অবশেষে শনিবার নাবালকের দাদুকেও গ্রেফতার করে পুণে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৬৫ এবং ৩৬৮ ধারায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

তদন্তসূত্রে জানা যাচ্ছে, অভিযুক্তের দাদু গাড়ির চাললকে হুমকি দিয়েছিল এই দুর্ঘটনার পুরো দায় যেন সে নিজের মাথায় নেয়। এমনকী নাতিকে গ্রেফতারির হাত থেকে এড়ানোর জন্য বিশাল আগারওয়ালের সঙ্গে ফন্দিও এঁটেছিল সে। দুজনের প্রধান উদ্দেশ্য ছিল এই দুর্ঘটনার দায় যেন পরিবারের গাড়ির চালকের ওপর দেওয়া যায়। এমনকী ওই চালকের ফোন কেড়ে নিয়ে ঘরবন্দি করেছিল দুজনে। পরে ওই যুবকের স্ত্রী এসে তাঁকে উদ্ধার করে এবং থানায় গিয়ে অভিযোগ জানায়।

ওই চালকের বয়ানের ভিত্তিতে প্রথমে গ্রেফতার করা হয় বিশাল আগারওয়ালকে। পরে দাদুকে সমন পাঠিয়ে জেরা করা হয়। অবশেষে শনিবার সকালে সে গ্রেফতার হয়। চালক জানিয়েছেন, এই দুর্ঘটনা ঘটার সময় সে গাড়িতে ছিলই না। কারণ তাঁকে না জানিয়েই গাড়ি নিয়ে বেরিয়েছিল কিশোর। কিন্তু এই অভিযোগের দায় নেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছিল কিশোরের পরিবার।