লখনউ, ১১ ডিসেম্বর: অযোধ্যায় চলছে রাম মন্দিরের নির্মাণকাজ। রাম মন্দিরের গৌরব ও মহিমা সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে। ২০২১-এর ২৬ জানুয়ারিতে রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দেখা যাবে সেই রাম মন্দিরকে। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অন্যান্য রাজ্যের মতো এবার উত্তর প্রদেশও অংশ নেবে। তাই তৈরি হচ্ছে ট্যাবলো। এবার যোগীর রাজ্যের ট্যাবলো হল অযোধ্যার রাম মন্দির। ইতিমধ্যেই রাজ্যের তথ্য দপ্তরের উদ্যোগে ট্যাবলো তৈরির কাজ শুরু হয়েছে জোরকদমে। ট্যাবলোর শিরোনামে রয়েছে “অযোধ্যা (Ayodhya): উত্তর প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য।” বিভিন্ন দেশে অযোধ্যা ভগবান রামচন্দ্রকে যেভাবে দেখানো হয়েছে সেই সংক্রান্ত শিল্পকার্যও থাকবে ওই ট্যাবলোতে। প্রজাতন্ত্র দিবসের প্যারেডকে কেন্দ্র করে রাজধানীতে বৈঠক হয়ে গিয়েছে। আরও পড়ুন-Conrad Sangma: করোনা আক্রান্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, রয়েছেন হোম আইসোলেশনে
উল্লেখ্য, সেই বৈঠকেই উত্তরপ্রদেশের তরফে অযোধ্যার রাম মন্দিরের আদলে ট্যাবলো তৈরির অনুমোদন চাওয়া হয়েছিল। খুশির খবর অনুমোদন মিলেছে। তারপরেই শুরু হয়েছে ট্যাবলো প্রস্তুতির কাজ। সরকারি মুখপাত্রের তথ্যানুসারে রাম জন্মভূমিতে বহু প্রতিক্ষীত মন্দির তৈরি হয়ে গেলে ধর্মীয় পর্যটনের বিরাট কেন্দ্রে পরিণত হবে অযোধ্যা। এদিকে উত্তর প্রদেশের যোগী সরকার অযোধ্যার রাম মন্দিরকে বিশ্বের অন্যতম ধর্মীয় পর্যটনকেন্দ্র হিসেবে তুলে ধরতে আগ্রহী। ভারতীয় সংস্কৃতি পুনরুদ্ধারের জন্য বিশ্বব্যাপী এক প্রচার শুরুর উদ্যোগ নিয়েছেন যোগী আদিত্যনাথ। এই প্রচারের আওতাতেই পুনরুজ্জীবিত হচ্ছে অযোধ্যা।
ইতিহাসে এই প্রথম, মূলত দীপাবলির আগের রাতে গ্র্যান্ড দীপোৎসবে মেতেছিল অযোধ্যা। প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও আলোকজ্জ্বল অযোধ্যার দেখা মিলবে এবার।