মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা (Photo Credits: PTI/File)

মেঘালয়, ১১ ডিসেম্বর: এবার করোনা আক্রান্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা (Conrad Sangma)। তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রামিত হয়েছেন জানতে পেরেই বাড়িতে আইসোলেশনে থাকতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মৃদু উপসর্গও রয়েছে। টুইটারে নিজের সংক্রমণের খবর জানানোর পাশাপাশি কনরাড সাংমা বলেছেন, গত ৫ দিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁরা যেন নিজেদের স্বাস্থ্যের গতিবিধি খেয়াল করেন। প্রয়োজনে একবার কোভিড টেস্ট করানোর আবেদনও জানান তিনি। গত শনিবার হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এর ঠিক দু’সপ্তাহ আগেই ভারত বায়োটেকের প্রতিষেধক কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে অনিল ভিজের শরীরে। আরও পড়ুন-Uttar Pradesh: বিবাহিত জীবনে অশান্তির ছায়া, স্ত্রী ও ৩ সন্তানকে হত্যার পর আত্মঘাতী স্বামী

৬৭ বছরের বর্ষীয়ান বিজেপি নেতা শুধু ডায়াবেটিকই নন। বেশ কিছুদিন আগে তাঁর থাইয়ের হাড় ভেঙে যাওয়ায় একটি অস্ত্রোপচারও হয়েছে। প্রায় ২৫ হাজার ভারতীয় কোভ্যাক্সিনের পরীক্ষা মূলক প্রয়োগে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়েছেন। এই তালিকায় ছিলেন অনিল ভিজ নিজেও। শুক্রবার ভারতে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা কমে হয়েছে ৩.৬৩ লাখ। ১৪৬ দিন পরে এই প্রথম দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এতটা কমে গেল।