দেশের কুস্তি নিয়ে মহা নাটকীয় বিতর্কের জল আরো বহুদূর গড়ালো। যৌন হেনস্থা কাণ্ডে অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংহের ঘনিষ্ঠ সঞ্জয় সিং কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর শুরু হয় বিতর্ক। সঞ্জয় সিং আসলে প্রাক্তন কুস্তি সভাপতি ব্রিজ ভূষণের হাতের পুতুল, এমন দাবি করে প্রতিবাদ জানিয়ে খেলা ছাড়েন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক। পদ্মশ্রী ফেরান অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া। সাক্ষী বজরং দের বক্তব্য যৌন হেনস্থায় আন্দোলনের চাপে ব্রিজ ভূষণ কুস্তি ফেডারেশনের প্রধান হিসেবে পদত্যাগ করলেও, তার নিজের লোককে বসিয়ে উদ্দেশ্যসাধন করবেন।
সঞ্জয় সিং সভাপতি হওয়ার পর পরিষ্কারভাবে বুঝিয়ে দেন তিনি ব্রিজ ভূষণেরই লোক। কুস্তির আসন্ন অনূর্ধ্ব ১৬ ও ১৮ জাতীয় স্তরের টুর্নামেন্ট বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের নির্বাচনী ক্ষেত্র উত্তরপ্রদেশের গোন্ডার নন্দনী নগরে আয়োজনের কথা ঘোষণা করেন সভাপতি সঞ্জয় সিং। এরপরই কুস্তি নির্বাচনের জয়ী সদস্যদের সাসপেন্ড করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।
দেখুন কি বললেন ব্রিজ ভূষণ
#WATCH | After the Union Sports Ministry suspends the newly elected body of the Wrestling Federation of India, former WFI chief Brij Bhushan Sharan Singh says, "The elections were held in a democratic way on the direction of the Supreme Court and the body was formed...Now it's… pic.twitter.com/gTJDgptO8R
— ANI (@ANI) December 24, 2023
এই বিতর্কে তার ঘনিষ্ঠ সঞ্জয় সিং -এর পাশে দাঁড়িয়ে ব্রিজ ভূষণ বললেন, "সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে স্বচ্ছতার সঙ্গে কুস্তি ফেডারেশনের নির্বাচন হয়েছে। অনেক ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সঞ্জয় সিং। এরপরেও যদি ওদের সাসপেন্ড করা হয় তা নিয়ে ওরা কি ভাবছে তা সম্পূর্ণ ওদের বিষয়। সঞ্জয় সিং আমার আত্মীয় নয়। নন্দিনী নগরে জাতীয় স্তরের কুস্তি টুর্নামেন্টের আয়োজন করে খেলার পরিবেশ ফেরানোর চেষ্টা করেছিল সঞ্জয়। আমি ১২ বছর ধরে কুস্তিগীরদের ভালো-মন্দের সঙ্গে জড়িয়ে। আমার বিরুদ্ধে ওটা সব মিথ্যা অভিযোগের প্রমাণ আমি দেব।"