Balasore Train Accident. (Photo Credits: Twitter)

কটক, ১৭ জুন: গত ২ জুন ওডিশার বালাসোরের বাহানাগা বাজার স্টেশনে তিনটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় সরকারী হিসেবে মৃতের সংখ্যা বেড়ে ২৯১ হল। শনিবার কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা ট্রেন দুর্ঘটনায় জখম আরও একজন ব্য়ক্তির মৃত্যু হল। মৃত ব্যক্তির নাম সোহেন মনসোর। তিনি বিহারের বাসিন্দা। আজ সকালে তিনি কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। তাঁর শরীরে খুবই রক্তপাত হয়েছিল। কিডনি কাজ করছিল না। অসম্ভব শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন। তাঁকে প্রথম থেকেই আইসিইউতে রেখে চিকিতসা করা হচ্ছিল। এখনও ট্রেন দুর্ঘটনায় জখম ৪৬ জনের চিকিতসা চলছে কটকের এই হাসপাতালে। তার মধ্যে ১৩ জন ভর্তি আছেন আইসিইউ-তে, বাকিরা সাধারণ ওয়ার্ডে।

গত চার দিনে কটকের হাসপাতালে ট্রেন দুর্ঘটনায় চার জন আহতের মৃত্যু হল। এদিকে, বালাসোর ট্রেন দুর্ঘটনায় ১৫-১৭টি মৃতদেহের ডিএনএ পরীক্ষা করতে পাঠানো হল। কারণে একাধিক ব্যক্তি দেহগুলি তাদের পরিবারের সদস্য বলে দাবি করছেন। অন্তত ৫০টি দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দেহ শনাক্ত করার জন্য ভারতীয় রেলওয়ে ১৩৯ নম্বরের একটি হেল্পলাইন ব্যবস্থা চালু করেছে।

দেখুন টুইট

ওডিশায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এদিকে, বালাসোরের বাহানাগ বাজার স্টেশন সিল করে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। আরও একবার স্টেশনের কর্মী, স্টেশন মাস্টারদের সঙ্গে কথা বলেছেন সিবিআই তদন্তকারীরা। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও বারবার কথা বলতে দেখা যাচ্ছে তাদের।