প্রতীকী ছবি (Photo Credit: IANS)

নয়াদিল্লিঃ মাদক (Drugs) খাইয়ে অচৈতন্য অবস্থায় স্ত্রীর(Wife) আপত্তিকর ছবি(Photo), ভিডিয়ো(Video) রেকর্ড। সেই সমস্ত ছবি বন্ধুদের পাঠিয়ে স্ত্রীকে নানা ধরনের হুমকি। বিস্ফোরক অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) থানেতে(Thane)। নির্যাতিতা স্ত্রীয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলার অভিযোগ, প্রায়ই তাঁকে মাদক খাইয়ে অন্তরঙ্গ মুহূর্ত এবং আপত্তিকর ছবি ক্যামেরাবন্দি করত তাঁর স্বামী। এবং শুধু তাই নয় সে সব নিজের বন্ধুদের পাঠাতো সে। এমনকী এই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দিত ৪০ বছরের ওই ব্যক্তি। স্ত্রী আপত্তি জানালে চলত মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ।

স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মহিলা

গত ১৭ জানুয়ারি স্বামীর এক বন্ধু ফোন করে তাঁকে কুপ্রস্তাব দেয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। স্ত্রীয়ের অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ৭৭, ৭৮, ১১৫(২) সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

স্ত্রীর আপত্তিকর ছবি বন্ধুদের পাঠিয়ে হুমকি, গ্রেফতার স্বামী