Jammu And Kashmir: কুলগামে ব্যাঙ্ক ম্যানেজারের হত্যাকারী সনাক্ত, এনকাউন্টারের তোড়জোড় কাশ্মীর পুলিশের
Security Forces in Jammu and Kashmir. (Photo Credits: IANS)

শ্রীনগর, ৭ জুন:  কুলগামের (Kulgam) ব্যাঙ্ক ম্যানেজার খুনে যারা জড়িত, তাদের সনাক্ত করা গিয়েছে। কুলগামে ব্যাঙ্ক ম্যানেজার খুনে যারা অভিযুক্ত, শিগগিরই তাদের খুঁজে বের করা হবে। মঙ্গলবার এমনই জানান কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার। ব্যাঙ্ক ম্যানেজারকে যারা খুন করেছে, তাদের হয় গ্রেফতার করা হবে,  না হলে এনকাউন্টার করা হবে বলে স্পষ্ট জানান কাশ্মীরের (Jammu And Kashmir) আইজিপি।

সম্প্রতি রাজস্থানের (Rajasthan) হনুমানগড়ের বাসিন্দা কর্মসূত্রে কাশ্মীরে আসেন সম্প্রতি। কুলগামে একটি ব্যাঙ্কে কর্মরত অবস্থায় ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যাঙ্ক ম্যানেজাকে হাসপাতালে ভর্তি করা হলে, তাঁর প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন:  Nupur Sharma: মহম্মদ সম্পর্কে আপত্তিজনক মন্তব্য, বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে হুমকি জঙ্গিদের

কুলগামের ওই ব্যাঙ্ক ম্যানেজার খুনের পর থেকে শোরগোল শুরু হয়। কোনও জঙ্গি সংগঠন ওই ঘটনার দায় স্বীকার করেনি। তবে শেষ পর্যন্ত জঙ্গিদের খুঁজে বের করা গিয়েছে বলে জানানো হয় কাশ্মীর পুলিশের তরফে।