![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/04/Army-380x214.jpg)
শ্রীনগর, ২১ এপ্রিল: বৃহস্পতিবার সেনা বাহিনীর গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। জম্মু কাশ্মীরের পুঞ্চে সেনা বাহিনীর গাড়িতে যে হামলা চলে, তার জেরে পরপর ৫ জওয়ানের মৃত্যু হয় বলে খবর।বৃহস্পতিবারের ঘটনায় ৭ জঙ্গির প্রত্যক্ষ যোগ রয়েছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তইবা জঙ্গিরা একযোগে সেনা বাহিনীর গাড়িতে হামলা চালায় বলেও সূত্রের খবর। পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন গ্রাম জইশ এবং লস্করের জঙ্গিরা লুকিয়ে বলে খবর। পাক অধিকৃত কাশ্মীর থেকে কাশ্মীরে প্রবেশ করে সেনা বাহিনীর উপর হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে মনে করছেন গোয়েন্দারা।
পুঞ্চের ঘটনায় নিহত জওানদের নাম প্রকাশ করা হয়েছে সেনা বাহিনীর তরফে। যাঁরা নিহত হয়েছেন, তাঁরা হলেন হাভিলদার মনদীপ সিং, ল্যান্স নায়েক দেবাশিষ বসওয়াল, ল্যান্স নায়েক কুলওয়ান্ত সিং, সিপাহি হরিকৃষ্ণ সিং, সিপাই সেবক সিং।