Radhika Yadav, Deepak Yadav (Photo Credit: X)

দিল্লি, ১১ জুলাই: যত সময় গড়াচ্ছে, রাধিকা যাদবের (Tennis Player Radhika Yadav) মৃত্য়ু নিয়ে তত তথ্য প্রকাশ্যে আসছে এক এক করে। ২৫ বছরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে তাঁর বাবা গুলি করেন। মেয়ে রাধিকা তাঁর কথা না শুনে মিউজ়িক ভিডিয়োতে হাজির হন। পরে সেই ভিডিয়ো রিলসের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা দেখে ক্ষেপে যান রাধিকার বাবা (Radhika Yadav)। তিনি নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে পরপর ৩টি গুলি করেন। ঘটনাস্থলেই প্রাণ হারান রাধিকা। তবে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাড়ির অন্যরা। লাভ হয়নি। পরপর ৩টি গুলি এফোঁড় ওফোঁড় করে দেয় রাধিকার শরীর।

আরও পড়ুন: Tennis Player Radhika Yadav's Video Goes Viral: বাবার গুলিতে মৃত্যু, প্রয়াত টেনিস খেলোয়াড় রাধিকার ভিডিয়ো ভাইরাল হু হু করে

রাধিকার কাকা কুলদীপ যাদব ভাইজির মৃত্যু নিয়ে কী বললেন?

টেনিস খেলোয়াড়ের মৃত্য়ুর পর রাধিকার কাকা কুলদীপ যাদব এমন কথা বললেন, যা শুনে অবাক হয়ে যান প্রত্যেকে। কুলদীপ যাদব বলেন, রাধিকার মৃত্যু তাঁর দেহ গুরুগ্রামের সেক্টর ৫৭-র যে তলায় পড়েছিল, সেখানেই টেনিস খেলোয়াড়ের মাও ছিলেন। রাধিকার মা মঞ্জু যাদব খুনের সময় ওই একই জায়গায় থাকলেও, কেন ওই ঘটনার প্রতিবাদ করলেন না তা নিয়ে প্রশ্ন উঠছে।  শুধু তাই নয়, রাধিকার মাকে পুলিশ নিয়ে গেলে, তিনি নিজের বয়ান রেকর্ড করতেও অস্বীকার করেন।

কী বলেন রাধিকার মা মঞ্জু যাদব?

মঞ্জু বলেন, দীপক কেন মেয়ে রাধিকাকে খুন করলেন, তা তিনি নিজেও জানেন না। তাঁর জ্বর হয়েছিল। তাই নিজের ঘরে ছিলেন, বিশ্রাম করছিলেন। শুধু তাই নয়, মঞ্জু নিজের বয়ান রেকর্ডও করাবেন না বলে স্পষ্ট জানান।

রাধিকার কাকা পুলিশকে কী জানান?

রাধিকার কাকা কুলদীপ যাদব বলেন, তাঁর ভাইজি খুব ভাল খেলোয়াড় ছিল। অনেক ট্রফিও জিতেছিল রাধিকা। কেন যে তাঁর দাদা মেয়েকে খুন করতে গেলেন, তা বুঝে উঠতে পারছেন না রাধিকার কাকা। পাশাপাশি খুনের পর দীপক যাদব লাইসেন্স বন্দুকও সেখানেই পড়েছিল বলে জানান কুলদীপ যাদব।