হায়দরাবাদ, ৮ ডিসেম্বর: হাসপাতালে ভর্তি করা হল তেলাঙ্গানার (Telangana) প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরকে (KCR )। বৃহস্পতিবার পা পিছলে পড় গেলে, জখম হন বিআরএস প্রধান। এরপরই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। ইরাভাল্লিতে যে বাগান বাড়ি রয়েছে কেসিআরের, সেখানেই বৃহস্পতিবার আচমকা পা পিছলে পড়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঘটনার পরপরই হায়দরাবাদের (Hyderabad) যশোদা হাসপাতালে ভর্তি করা হয় তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। আপাতত সেখানেই কেসিআরের চিকিৎসা চলছে বলে খবর।
সম্প্রতি তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনে কেসিআরের বিআরএস ফের ক্ষমতা দখল করবে বলে আশা করা হয়। তবে কংগ্রেসের সঙ্গে জোরদার লড়াইয়ে শেষ পর্যন্ত তেলাঙ্গানার মসনদ দখল করে হাত শিবির। ১৯৯ আসনের তেলাঙ্গানায় এবার কংগ্রেসের ঝুলিতে আসে ৬৯টি। বিআরএস জেতে ৩৯টি আসন। ফলে তেলাঙ্গানায় এবার চালকের আসনে রাহুল গান্ধীর দল।
বৃহস্পতিবার তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন রেভান্থ রেড্ডি। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও।