Telangana Govt Sacks 48,000 Employees: ৪৮ হাজার পরিবহন কর্মচারীকে বরখাস্ত করল তেলাঙ্গানা সরকার, ধর্মঘটকে 'ক্ষমাহীন অপরাধ' বললেন কেসিআর
কে চন্দ্রশেখর রাও (Photo Credits: PTI)

হায়দরাবাদ, ৭ অক্টোবর: রাজ্য সড়ক পরিবহন নিগমের (TSRTC) ধর্মঘটে ক্ষুব্ধ হয়ে ৪৮ হাজার কর্মচারীকে বরখাস্ত করল তেলাঙ্গানা সরকার (Telangana Govt )। তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন নিগম (Telangana State Road Transport Corporation) অনির্দিষ্টকালের ধর্মঘট চালানোর কথা ঘোষণা করেছিল। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao) এই ধর্মঘটকে 'ক্ষমাহীন অপরাধ' বলে অভিহিত করেছেন। এর আগে সরকার শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট তোলার সময়সীমা বেঁধে দিয়েছিল। তবে কর্মচারীরা ধর্মঘট চালিয়ে যায়। এরপরই ৪৮ হাজার কর্মচারীকে বরখাস্ত করেছে সরকার।

যে কোনও ধরনের আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করে কেসিআর বলেন, "উৎসবের মরসুমে তারা ধর্মঘট করেছে এবং এমন সময়ে করেছে যখন TSRTC ১ হাজার ২০০ কোটি টাকার বিশাল ক্ষতি এবং ৫ হাজার কোটি ঋণের বোঝা নিয়ে চলছে। এটি একটি ক্ষমাহীন অপরাধ। আরও পড়ুন: Aarey Tree Felling: পরবর্তী শুনানি পর্যন্ত আর একটিও গাছ কাটা যাবে না, আরে কলোনি নিয়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

রাজ্য পরিবহন নিগমের প্রায় ৫০ হাজার কর্মচারী ঘোষণা করেন যে তারা ধর্মঘটে যাচ্ছেন। শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু হয়। তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন নিগমের কর্মীরা ২৬টি দাবির একটি তালিকা জমা দিয়েছে রাজ্য সরকারের কাছে। এর মধ্যে অন্যতম দাবি ছিল পরিবহন নিগম এবং সরকারের সংযুক্তিকরণ। ধর্মঘটের কারণে গত ২ দিনে সাধারণ মানুষকে বিপত্তিতে পড়তে হয়েছে। উৎসবের মরসুমে এই ধর্মঘট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।