Congress, BJP Flag Merge (Photo Credit: File Photo)

সব জল্পনার অবসান ঘটিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন শর্মিলা ঘোষণা করলেন, তার দল YSRTP আসন্ন তেলাঙ্গানা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। তার পরিবর্তে ওয়াইএস আর তেলাঙ্গানা পার্টি সব আসনে কংগ্রেসকে সমর্থন করবে। সেই সঙ্গে পরিষ্কার হল তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন না। দক্ষিণের এই রাজ্যে জোর জল্পনা ছিল, কংগ্রেসকে সবচেয়ে বড় শত্রু মনে করা জগনমোহনের বোন শর্মিলা তাঁর দল YSRTP-কে হাত শিবিরের সঙ্গে মিশিয়ে দেবেন। এমনও শোনা যাচ্ছিল, কংগ্রেসে যোগ দিয়ে শর্মিলা রেড্ডি কংগ্রেসের টিকিটে তাঁর পছন্দের পালাইর কেন্দ্র থেকে দাঁড়াবেন।

এমনকী জগন-শর্মিলার মা বিজয়াম্মাও কংগ্রেসের হয়ে লড়বেন। কিন্তু অন্ধ্র কংগ্রেসের সভাপতি রেভানাথ রেড্ডির সঙ্গে বেশ কিছু বিষয়ে পুরোপুরি রফা না হওয়ায় শেষ পর্যন্ত হাত শিবিরে যোগ দিলেন না শর্মিলা। তবে আসন্ন তেলঙ্গানা নির্বাচনে কংগ্রেসকে সরাসরি সমর্থন জানালেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস আর রেড্ডির মেয়ে। অন্ধ্র-তেলাঙ্গানার সীমান্তে অন্তত দশটি বিধানসভা কেন্দ্রে YSRTP-র বেশ ভাল ভোটব্য়াঙ্ক রয়েছে। শর্মিলার সমর্থনে তাই কংগ্রেসের বড় লাভ হল বলে মনে করা হচ্ছে।

তেলাঙ্গানায় এবার সরকার গড়ার লড়াই বেশ জমে উঠেছে। দ্বিমুখি লড়াইয়ে মুখোমুখি বিআরএস ও কংগ্রেস। দুটি দলেরই সরকার গড়ার সম্ভাবনা ৫০:৫০ বলেই মনে করা হচ্ছে। বিজেপি এখানে খুব বেশী আসন জেতার জায়গা নেই।

আগামী ৩০ নভেম্বর তেলাঙ্গানায় ১১৯টি আসনে এক দফায় নির্বাচন। সরকার গড়তে প্রয়োজন ৬০ জন বিধায়েক সমর্থন। েম্বর তেলাঙ্গানায়