হায়দরাবাদ, ৬ ডিসেম্বর: পুলিশের গলায় কড়া সুর। আইন তার কর্তব্য পালন করেছে বলে জানান সায়বেরাবাদের (Cyberabad) পুলিশ কমিশনার (Police commissioner) ভিসি সাজ্জানার (V C Sajjanar)। শুক্রবার সাংবাদিক বৈঠক করে তিনি হায়দরাবাদ ধর্ষণ ও খুনে অভিযুক্ত ৪ জনের এনকাউন্টারের (Encounter) বিবৃতি দেন। তিনি বলেন, অভিযুক্ত ৪ জন পুলিশের বন্দুক কেড়ে নেয়, তখন তাদের ওপর পাল্টা গুলি চালানো হয়।
তিনি বিস্তারিতভাবে বলেন, "অভিযুক্তরা আমাদের ওপর পাথর ছুঁড়তে থাকে। তীক্ষ্ণ জিনিস দিয়ে আঘাত করতে থাকে। তারপর আমাদের বন্দুক কেড়ে নেয়। তখন আমরা গুলি চালাতে বাধ্য হই।" ওই চার অভিযুক্ত মহম্মদ আরিফ, জললু শিবা, জললু নবীন ও চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলুকে ভোর তিনটের দিকে যেখানে ঘটনার দিন ধর্ষণ করা হয়েছিল সেখানে নিয়ে যাওয়া হয়। সেসময় এমন ঘটনা ঘটে বলে মন্তব্য পুলিশের। আরও পড়ুন, হায়দরাবাদ এনকাউন্টারের নাড়ি নক্ষত্র জানতে স্বতঃপ্রণোদিত তদন্তে শুরু জাতীয় মানবাধিকার কমিশনের
Cyberabad CP, VC Sajjanar on today's encounter: I can only say that law has done its duty. #Telangana pic.twitter.com/Sh1oYwGEso
— ANI (@ANI) December 6, 2019
যদিও এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেজাতীয় মানবাধিকার কমিশন বা NHRC এই ঘটনার পুরো তদন্ত করতে চেয়ে। কমিশনের দাবি পুলিশ ওই চার অভিযুক্তকে খুন করেছে। জাতীয় মানবাধিকার কমিশন যখন নিজের তদন্তকারী দল পাঠিয়ে ঘটনাস্থল ঘুরে দেখে ধোঁয়াশা কাটাতে চাইছে, তখন পুলিশ হেফাজতে বন্দি মৃত্যুর ঘটনায় তেলেঙ্গানা সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রকের তরফে বলা হয়েছে, হেফাজতে বন্দিকে মেরে ফেলা হয়েছে। নিয়ম অনুযায়ী রাজ্য সরকারকে জাতীয় মানবাধিকার কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জবাবদিহি করতে হবে। এপ্রসঙ্গে সায়বেরাবাদের পুলিশ কমিশনার ভিসি সাজ্জানার জানিয়েছেন, জাতীয় মানবাধিকার কমিশনসহ অন্যান্য যারা এই বিষয়ে জানতে চাইবে আমরা প্রত্যেককে তা জানাবো।