হায়দরাবাদ, ২৯ এপ্রিল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এডিটেড ভিডিয়ো মামলায় এবার নোটিশ পাঠানো হল তেলাঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে (Revanth Reddy)। দিল্লি পুলিশের (Delhi Police) তরফে সোমবার তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হয়। অমিত শাহর ফেক ভিডিয়ো অর্থাৎ এডিটেড ভিডিয়ো প্রকাশ মামলার জেরেই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হয়। তাঁকে নিজের মোবাইল ফোন দিল্লি পুলিশের কাছে জমা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। ১ মে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে হাজিরা দিতে হবে বলে খবর।
দেখুন ভিডিয়ো...
#Telangana CM Revanth Reddy summoned by Delhi police, asked to bring with him all his electric devices on May 1st @revanth_anumula summoned regarding circulation of a doctored video featuring Union Home Minister Amit Shah saying he will quash SC, ST & OBC reservation
Several… pic.twitter.com/bVS0rvhQQk
— Nabila Jamal (@nabilajamal_) April 29, 2024
সম্প্রতি অমিত শাহর একটি এডিটেড ভিডিয়ো প্রকাশ পায় বলে খবর। ওই ফেক ভিডিয়োতে শাহকে বলতে শোনা যায়, বিজেপি ক্ষমতায় এলে এসসি, এসটি এবং ওবিসিদের সংরক্ষণ পদ্ধতি তুলে দেওয়া হবে। তপশিলী জাতি, উপজাতি এবং ওবিসিদের যে সংরক্ষণ কোটা রয়েছে, তা 'অসংবিধানিক' বলেও মন্তব্য করতে শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। অমিত শাহর ওই ফেক ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অভিযোগ দায়ের করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। বিজেপিও একটি এফআইআর দায়ের করে।
.এরপরই অমিত শাহর এডিটেড ভিডিয়ো মামলায় নোটিশ পাঠানো হয় তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে।