তেলাঙ্গানায় মোট ১১ হাজার ৩৬০ কোটি টাকার বড় প্রজেক্টের উদ্বোধনে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ, শনিবার তেলাঙ্গানার বিভিনগরে এইমসের ভিত্তিপ্রস্থর স্থাপন থেকে পাঁচটি জাতীয় সড়ক, সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন মোদী। কিন্তু তেলাঙ্গানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও অনুষ্ঠানেই অংশ নিচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K. Chandrashekar Rao)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দরাবাদের বেগুমপেত বিমানবন্দরে এলেও তাঁকে স্বাগত জানাতে হাজির থাকবেন না মুখ্যমন্ত্রী কেসি রাও। মোদীর অনুষ্ঠান কার্যত বয়কট করলেন কেসি রাও।
দেখুন টুইট
Telangana CM KCR to not attend PM Modi's program today
PM Modi will inaugurate projects worth Rs 11,360 crore in Telangana today. CM KCR was invited following the protocol. Also, CM KCR will not be receiving PM Modi at Begumpet airport during his arrival today.
(file pics) pic.twitter.com/C0XTBVKAPR
— ANI (@ANI) April 8, 2023
রাজ্যের মুখ্যমন্ত্রীর মেয়ে কে কবিতাকে ইডি জেরার পর থেকে দু জনের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। মোদী ও কেসি রাও একে অপরকে তোপ দেগেছেন। কেসি রাওকে পরাস্ত করে তেলাঙ্গানা জয়ের স্বপ্ন দেখছেন নরেন্দ্র মোদী।