হায়দরাবাদ, ৮ সেপ্টেম্বর: হায়দরাবাদের (Hyderabad) হুসেন সাগর লেকের (Hussain Sagar Lake) নাম পালটে দেওয়া হোক। হুসেন সাগরের পরিবর্তে করা হোক বিনায়ক সাগর। এমনই দাবি করলেন তেলাঙ্গানার (Telangana ) বিজেপি সভাপতি সঞ্জয় কুমার। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বিজেপি অভিযোগ করে, গণেশ পুজোর সম্পূর্ণ আয়োজন করতে ব্যর্থ টিআরএস সরকার। প্রত্যেক বছর এই কাজ হয়। গণেশ পুজোর সম্পূর্ণ আয়োজন করতে ব্যর্থ টিআরএস সরকার, সেখানে আসাদউদ্দিন ওবেইসির মিম বড় করে অন্য় ধর্মের উৎসব পালন করছে বলেও অবিযোগ করেন সঞ্জয় কুমার।
গণেশ বিসর্জন উৎসব প্রত্যেক বছর ধুমধাম করে পালন করা হয়। অথচ প্রত্যেকবারই রাজ্য সরকারের তরফে এই উৎসবর জন্য সেভাবে কোনও সহযোগিতা করা হয় না বলে অভিযোগ করেন তেলাঙ্গানার বিজেপি সভাপতি। গণপতি উৎসবের বিসর্জনে হুসেন সাগরে কয়েকটি বড় বড় ক্রেন লাগিয়ে দেওয়া হয়। যা আবার কাজ করে না। এবার হিন্দুরা ভাবুন, তাঁরা নিজেদের সত্ত্বা কীভাবে রক্ষা করবেন বলে প্রশ্ন তোলেন বিজেপি নেতা।
তেলাঙ্গানার টিআরএস সরকার হিন্দুদের নিশানা করছে। হিন্দুরা যাতে নিজেদের ধর্ম ঠকভাব পালন করতে না পারে, তার জন্য টিআরএস সদা সচেষ্ট বলেও অভিযোগ করেন সঞ্জয় কুমার। হিন্দুদের উৎসব নিয়ে এই ধরনের অবমাননাকর পরিস্থিতি তৈরি হলে, বিজেপি তা কোনওভাবে বরদাস্ত করবে না বলেও সুর চড়ান বিজেপি সভাপতি। যদিও বিজেপির অভিযোগের ভিত্তিতে এখনও পালটা কোনও মন্তব্য করেনি টিআরএস।