Telangana School Student (Photo Credit: Twitter)

হায়দরাবাদ, ২৯ নভেম্ভর: তেলাঙ্গানায় (Telangana) একটি সরকারি আবাসিক স্কুলে (School)  করোনায় আক্রান্ত ৪৩ জন পড়ুয়া। তেলাঙ্গানার সাঙ্গা রেড্ডি জেলার একটি স্কুলে একসঙ্গে করোনায় আক্রান্ত ৪৩ পড়ুয়া। আক্রান্তদের নিভৃতাবাসে রাখা হয়েছে। সাঙ্গা রেড্ডি জেলার প্রশাসনের এক আধিকারিক জানান, আক্রান্ত পড়ুয়াদের নিভৃতাবাসে রাখার পাশাপাশি তাদের চিকিৎসাও শুরু করা হয়েছে। কীভাবে একসঙ্গে ৪৩ জন পড়ুয়া করোনায় আক্রান্ত হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

 

এদিকে করোনা (Corona) যখন ফের নতুন করে আতঙ্ক ছড়িয়েছে, সেই সময় মহারাষ্ট্রের ভিওয়ান্ডির একটি বৃদ্ধাশ্রমে একসঙ্গে ৬৭ জন আবাসিক করোনায় আক্রান্ত।  যার মধ্যে ওই বৃদ্ধাশ্রমের ৫ জন কর্মীও রয়েছেন। যে খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে ওই এলাকায়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মহারাষ্ট্রের (Maharashtra) ভিওয়ান্ডির যে বৃদ্ধাশ্রমে ৬৭ জন করোনায় (COVID 19) আক্রান্ত, তাঁদের মধ্যে ৫৯ জনের টিকার পরপর দুই ডোজই নেওয়া সম্পূর্ণ। তা সত্ত্বেও কোভিড থেকে নিস্তার পাননি তাঁরা। এক নাগাড়ে ওই বৃদ্ধাশ্রমের ৬৭ জন কোভিডে আক্রান্ত হন।

আরও পড়ুন: COVID19: হু হু করে বাড়ছে করোনা, মহারাষ্ট্রে বৃদ্ধাশ্রমে কোভিডে আক্রান্ত ৬৭ জন, আতঙ্ক এলাকা জুড়ে

দক্ষিণ আফ্রিকার (South Africa)  ওমিক্রন (Omicron) প্রজাতির জেরে যখন জোর কদমে আতঙ্ক ছড়াচ্ছে, গোটা দেশ জুড়ে, সেই সময় দেশের বিভিন্ন রাজ্যে নতুন করে আক্রান্তের খবর মিলছে। এসবের মধ্যে কেন্দ্রের তরফে জারি করা হয়েছে নয়া নির্দেশিকা। যে সমস্ত দেশে করোনা বাড়ছে, সেসব দেশ থেকে কোনও যাত্রী এলে বিমানবন্দরে তাঁদের কোভিড পরীক্ষা করা হবে। ওইসব যাত্রীদের করোনা টিকা নেওয়া থাকলেও, ভারতে পা রাখা মাত্র তাঁদের কোভিড পরীক্ষা নতুন করে করাতে হবে বলে জানানো হয়েছে স্পষ্ট।