Tejashwi Yadav (Photo Credit: Twitter)

Tejashwi Yadav: বিহারে ভোটের মুখে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (Special Intensive Revision Electoral Roll) নামে নির্বাচন কমিশন (Election Commission) বিজেপির পরোক্ষ অঙ্গুলি হেলনে কাজ করছে। বিহারে প্রান্তিক মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করে বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে, এমন অভিযোগে সরব হয়েছেন রাহুল গান্ধী থেকে তেজস্বী যাদব, অখিলেশ যাদবরা। এরই মাঝে বিহার বিধানসভা বিরোধী দলনেতা তেজস্বী যাদব সাংবাদিক সম্মেলনে দাবি করলেন, ভোটার তালিকা সংশোধনের (SIR) নামে প্রহসন চালাচ্ছে কমিশন।

তেজস্বীর দাবি

বিহারে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী এদিন প্রমাণের চেষ্টা করেন, বিহার নিবিড় ভোটার তালিকা সংশোধের নামে ঠিক কী প্রহসন চলছে।তাঁর নামও ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে কমিশন। আরজেডি নেতা এদিন সাংবাদিকদের সামনে নির্বাচন কমিশনের অ্যাপ খুলে নিজের ভোটার ইপিআইসি (EPIC) নম্বর বসিয়ে দেখালেন, তার নাম ভোটার তালিকায় দেখাচ্ছে না। ভোটার তালিকায় নাম না থাকলে ভোটে লড়া যায় না, সেই বিষয়টিও তুলে ধরেন লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে।

তেজস্বী দেখালেন তার নাম ভোটার তালিকায় নেই, দেখুন ভিডিও

বিহারে ভোটার তালিকা থেকে বাদ ৬৫  লক্ষ নাম!

তেজস্বী দাবি করেন, বিহারে প্রতিটি বিধানসভা আসন থেকে ২০ থেকে ৩০ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। রাজ্যের মোট ৬৫ লক্ষ, মানে সাড়ে ৮ শতাংশ নাম ভোটার তালিকায় নাম নেই। এরপর লালু পুত্র অভিযোগ করেন, "কমিশন এই বিষয়ে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে, অনেক লোক এখান থেকে চলে গিয়েছে, অনেকে মারা গিয়েছে, অনেকের দুবার করে নাম আছে, তাই ভোটার তালিকায় এত নাম নেই। কিন্তু নির্বাচন কমিশন খুব চালাকি করে চেপে গিয়েছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের ঠিকানা, বুথ নম্বর আর EPIC নম্বরটা কী। তাই আমাদের জানার কোনও উপায় নেই কোন কোন নামগুলো ভোটার তালিকা থেকে বাদ পড়ল। কিন্তু ওরা সই জানে।"