নয়াদিল্লিঃ পাঁচ মাস ধরে লাগাতার গণধর্ষণ(Gang Rape)। প্রেমিক (Boyfriend) ও তার বন্ধুদের লালসার শিকার ১৭ বছরের নাবালিকা। শারীরিক অত্যাচারের জেরে গর্ভবতী কিশোরী। সোশ্যাল মিডিয়ায়ি হেনস্থার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই পুলিশের দ্বারস্থ নির্যাতিতা। এই ঘটনায় ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণে। নির্যাতিতার বয়স মাত্র ১৭। এক ২০ বছরের যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিশোরীর কিছু অশ্লীল ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই কিশোরীকে যৌনতায় লিপ্ত হওয়ার জন্য জোরাজুরি করত তার প্রেমিক। সঙ্গমে লিপ্ত হতে না চাইলে চলত ব্ল্যাকমেল। এমনকী যৌনতার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। শুধু তাই নয়, ওই কিশোরীকে গণধর্ষণ করত প্রেমিকের বন্ধুরাও। টানা পাঁচ মাস ধরে চলে অত্যাচার। ভয়ে কাউকে কিছু বলে উঠতে পারেন ওই তরুণী। মেডিক্যাল পরীক্ষা করে জানা যায় সে অন্তসত্ত্বা। ইতিমধ্যেই তদন্তে নেমে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
পাঁচ মাস ধরে লাগাতার গণধর্ষণ, প্রেমিক ও তার বন্ধুদের অত্যাচারে অন্তসত্ত্বা কিশোরী
https://t.co/tvOseBZCeS बॉयफ्रेंड मिळवून देतो सांगून 8 जणांनी अल्पवयीन मुलीचे तोडले लचके, गँगरेपनं कल्याण हादरलं
— News18Lokmat (@News18lokmat) September 23, 2025