নিশা সিংহানিয়া, নিকিতা সিংহানিয়া এবং অনুরাগ সিংহানিয়া(ছবিঃX)

নয়াদিল্লিঃ অতুল সুভাষ আত্মহত্যা মামলায়(Atul Subhash Suicide Case) নয়া মোড়। গ্রেফতার স্ত্রী নিকিতা সিংহানিয়া, শাশুড়ি নিশা সিংহানিয়া এবং শ্যালক অনুরাগ সিংহানিয়া। রবিবার সকালে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয় নিকিতাকে। আর নিশা এবং অনুরাগকে প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এদিন ধৃতদের আদালতে পেশ করা হয়। পরবর্তীতে তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠনো হয় বলে সূত্রের খবর। মামলার তদন্তের স্বার্থে আগেই উত্তরপ্রদেশের জৌনপুরে অতুলের শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে চেয়েছিল বেঙ্গালুরু পুলিশ। কিন্তু সেখানে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এই আবহে বাড়ির গেটে নোটিশ ঝুলিয়ে আসেন তদন্তকারী অফিসাররা। রবিবার দুই শহর থেকে এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, মৃত ইঞ্জিনিয়ার অতুলের ভাই বিকাশ এফআইআরে উল্লেখ করেন, মামলা তুলে নেওয়ার স্বার্থে নিকিতা অতুলের থেকে ৩ কোটি টাকা দাবি করেন। এ ছাড়া সন্তানের সঙ্গে দেখা করানোর জন্য স্বামীর থেকে ৩ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। অতুলের মৃত্যুর পর নিকিতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে জানা গিয়েছে, ২০২২ সালে উত্তরপ্রদেশের জৌনপুর থানায় অতুল এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন নিকিতা। পণ চেয়ে তাঁকে হেনস্থা করছে শ্বশুরবাড়ির লোক, এমনটাই অভিযোগ আনেন নিকিতা। মদ্যপ অবস্থায় মারধর সহ, স্ত্রীর অ্যাকাউন্ট থেকে পুরো বেতন নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেওয়ার মতো নানা অভিযোগ ছিল অতুলের বিরুদ্ধে। যদিও এসব অভিযোগের উত্তর ২৪ পাতার সুইসাইড নোটে দিয়ে গিয়েছেন অতুল।

 অতুল সুভাষ আত্মহত্যা মামলায় গ্রেফতার স্ত্রী নিকিতা সহ শাশুড়ি ও শ্যালক