পাসপোর্ট পাওয়ার সময়সূচী নিয়ে এবার সংসদে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কংগ্রেস সাংসদ জশবীর সিং গিলের প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী জানান, পাসপোর্ট পাওয়ার জন্য নুন্যতম সময় লাগতে পারে ৭ থেকে ১০ দিন। যেখানে তৎকাল পাসপোর্টের জন্য সময় লাগবে ১ থেকে ৩ দিন মত।
তিনি জানিয়েছেন, "পুলিশ ভেরিফিকেশন বাদ নিয়ে পাসপোর্ট ইস্যু করার জন্য নুন্যতম ৭ থেকে ১০ দিন সময় নেওয়া হয়।যেখানে ১ থেকে ৩ দিন সময় নেওয়া হয় তৎকাল পাসপোর্টের জন্য।"
সাধারণভাবে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আবেদনের ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে পাওয়া যায়। যার মধ্যে অনেকটা সময় পুলিশ ভেরিফিকেশনের জন্য লেগে যায়। সাধারণভাবে পুলিশ ভেরিফিকেশনের জন্য ১৪ দিন মত সময় লাগে। কিন্তু সেই সমস্ত রাজ্য যেখানে এম পাসপোর্ট অ্যাপ চালু হয়েছে ।
কংগ্রেস সাংসদের তরফে পাঞ্জাবে প্রচুর পরিমানে পাসপোর্ট আটকে থাকার বিষয়ে জানতে চাওয়া হলে জয়শঙ্কর জানান পাঞ্জাবেও এম পাসপোর্ট সেবা চালু করা হয়েছে।
এছাড়া কোভিড পরবর্তী সময়ে পাসপোর্ট পরিষেবার ক্ষেত্রে যে সমস্যা তৈরী হয়েছিল তা সমাধান করার ক্ষেত্রে ধাপে ধাপে চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
এছা়ড়া অতিরিক্ত পাসপোর্ট কাউন্টার, মোবাইল ভ্যানের মাধ্যমে পাসপোর্ট পরিষেবার কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
Average issuing time 7-10 days for normal, 1-3 days for Tatkaal passport: Jaishankar informs Parliament
Read @ANI Story | https://t.co/DoXYZBFtjH#Jaishankar #passport #Parliament pic.twitter.com/voNLORFIg6
— ANI Digital (@ani_digital) December 15, 2023