তরুণ গগৈ

নতুন দিল্লি, ২৩ নভেম্বর: আজ প্রয়াত হন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের প্রবীণ নেতা তরুণ গগৈ (Tarun Gogoi)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। গত ২৫ অগস্ট করোনায় আক্রান্ত হন তিনি। টানা দু' মাস হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৫ অক্টোবর তিনি ছাড়া পান। তরুণ গগৈয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র গৌরব গগৈ জানিয়েছিলেন, তাঁর বাবাকে দেখতে অনেকেই এসেছেন। দেশের বিভিন্ন মুখ্যমন্ত্রীরও খোঁজখবর নিচ্ছিলেন। শেষমেশ সোমবার বিকেলে প্রয়াত হলেন গগৈ।

প্রবীণ নেতার প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েন দেশের রাজনৈতিক নেতারা। নরেন্দ্র মোদি টুইটে দুঃখপ্রকাশ করে লেখেন,"শ্রী তরুণ গগৈ একজন জনপ্রিয় নেতাই নন, একজন প্রখ্যাত প্রশাসকও। তিনি অসম এবং কেন্দ্রে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতায় পরিপূর্ণ। তাঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। পরিবার ও তাঁর সমর্থকদের প্রতি সহানুভূতি জানাই। ওঁম শান্তি।" আরও পড়ুন, প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের প্রবীণ নেতা তরুণ গগৈ

টুইটে শোকবার্তা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধীও-

 

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল -

এ দিন সকালেই হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সাংবাদিকদের বলেছিলেন, 'প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।' কিন্তু ফিরে আসা আর হল না তরুণ গগৈ-এর।