চলছে আঙুল বের করার চেষ্টা (ছবিঃX)

নয়াদিল্লিঃ খেলতে (Playing) খেলতে বিপত্তি ইডলি (Idli) ট্রেতে আটকে গেল দেড় বছরের শিশুর আঙুল ৯০ মিনিট পর দমকল বাহিনীর সহায়তায় বের হয় শিশুর আঙুল বর্তমানে স্থিতিশীল শিশুর অবস্থা ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুর ত্রিসুরে। জানা গিয়েছে, রবিবার রাতে ঘরের মধ্যে একাই খেলছিল শিশুকন্যা পাশে রাখা ছিল ইডলি তৈরির ট্রে মা রান্নাঘরে থাকাকালীন ওই ট্রে নিয়ে খেলতে শুরু করে শিশুটি

তামিলনাড়ুতে দুর্ঘটনা, ইডলি ট্রেতে আটকে গেল শিশুর আঙুল

এমন সময় আচমকা তাতে হাতের আঙুল আটকে যায় তার কান্নার আওয়াজ শুনে রান্নাঘর থেকে ছুটে আসেন মা নিজে আঙুল বের করার চেষ্টা করেন কিন্তু শেষমেশ আঙুল না বের হওয়ায় খবর দেওয়া হয় স্থানীয় দমকল অফিসে এরপর দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আঙুল বের হয় জানা গিয়েছে, বিশেষ ধরনের কাটার দিয়ে ট্রে কেটে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শিশুকন্যার আঙুল এখন বিপদমুক্ত শিশু

উৎসবের দিনে বিপদ! ইডি ট্রেতে আটকে গেল শিশুর হাত