Tamil Nadu: ফলের রস ভেবে পানীয়তে চুমুক, হৃদরোগে আক্রান্ত হয়ে মত্যু শিশুর
Alcohol (Photo Credits: Pixabay)

চেন্নাই, ৫ অক্টোবর: ফলের রস (Fruit Juice)ভেবে ব্র্যান্ডিতে চুমুক৷ যার জেরে মৃত্যু হয় বছর চারেকের এক শিশুর৷ তামিলনাড়ুর (Tamil Nadu) থিরুপাকুট্টাই গ্রামের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

রিপোর্ট প্রকাশ, গত ১ অক্টোবর থিরুপাকুট্টাই গ্রামে ওই ঘটনা ঘটে৷ দাদু চিন্নাস্বামী বাড়িতে থাকাকালীন এস রুথ্রেশস নামে বছর চারেকের এক শিশু ফলের রস মনে করে পানীয়তে ( Liquor ) চুমুক দেয়৷  ঘটনার পরপরই ওই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই শিশুর৷

আরও পড়ুন:  Lakhimpur Kheri violence: লাখিমপুরের ঘটনায় তাঁর ছেলে জড়িত থাকলে কেন্দ্রীয় মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেবেন, দাবি অজয় মিশ্রর

সম্প্রতি থিরুপাকুট্টাই গ্রামে এক রাজনৈতিক নেতার মিছিলে হাজির হতে যান এস রুথ্রেশের বাবা, মা৷ ওই সময় দাদুর সঙ্গে বাড়িতে ছিল বছর চারেকের ওই শিশু (Children)৷ চিন্নাস্বামী পানীয়র বোতলে চুমুক দিয়ে প্রথমে অসুস্থ হয়ে পড়ে ওই শিশু৷ এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর৷ তঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷