এম কে স্তালিন (Photo Credits: Twitter)

চেন্নাই, ২৬ জুন: টোকিও অলিম্পিকের (Tokyo Olympics 2020) কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী মাসের ২৩ জুলাই শুরু হচ্ছে অলিম্পিক। তার আগে তুঙ্গে প্রস্তুতি। এরই মধ্যে ক্রীড়াবিদদের উৎসাহ দিতে পুরস্কারের ঘোষণা করল তামিলনাড়ু সরকার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu CM) এম কে স্তালিন (MK Stalin) শনিবার ঘোষণা করেছেন, এবারের অলিম্পিকে স্বর্ণপদকজয়ীদের ৩ কোটি, রুপোর পদকজয়ীদের ২ কোটি এবং ব্রোঞ্জ পদকজয়ীদের ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।

চেন্নাইতে বসবাসকারী গগন নারাং ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ১০এম এয়ার রাইফেল ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। সেবার দেশবাসীকে গর্বিত করে ব্রোঞ্জ পদক নিয়ে ফিরেছিলেন গগন। তারপর থেকে এখনও তিনিই তামিলনাড়ুর একমাত্র পদকজয়ী নয়নের মণি। এর আগে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর নতুন খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে পুরস্কারের ঘোষণা করেন। অলিম্পিক দিবসের দিন তিনি জানিয়েছেন, যে কোনও আন্তর্জাতিক খেলায় পদকজয় করলে সেই খেলোয়াড়দের ক্রীড়া বিভাগে সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে। আরও পড়ুন, বাংলাদেশে দেশজুড়ে জারি কড়া লকডাউন, 'হাউসফুল' হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়

কোভিডের কারণে বিলম্ব হতে হতে অবেশে আগামী ২৩ জুলাই শুরু হতে চলেছে অলিম্পিক ২০২০। চলবে ৮ অগস্ট পর্যন্ত। ইতিমধ্যে ভারত থেকে ১৪ টি বিভাগে ১০২ জন ক্রীড়াবিদ টোকিও অলিম্পিকে যোগ্যতার পরীক্ষায় সক্ষম হয়েছেন। সামনে আরও কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। ২০১২-র লন্ডন অলিম্পিক ভারতের কাছে এক উজ্জ্বল গর্ব হয়ে রয়ে গিয়েছে। সেবছর ৬টি পদক এসেছিল ভারতের ঘরে। ২০২০ টোকিও অলিম্পিক তা টপকে দিতে পারে কিনা এখন তাই দেখার।