Covaxin (Photo Credits: Twitter)

দিল্লি, ৮ নভেম্বর: কোভ্যাক্সিন ( Covaxin) নিয়ে সুইজারল্যান্ডে (Switzerland) প্রবেশ করা যাবে। সুইজারল্যান্ডের  পর ইউকেও শিগগিরই কোভ্যাক্সিনকে মান্যত দেবে। পাওয়া যাচ্ছে এমন  খবর। সম্প্রতি জরুরি ভিত্তিতে ব্যবহারের তালিকায় মান্যতা পেয়েছে কোভ্যাক্সিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সিনকে মান্যতা দেওয়ার পর এবার সুইজারল্যান্ড এবং ইউকে-র (UK) তরফে ভারত বায়োটেকের এই করোনার টিকাকে অনুমোদন দেওয়া হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের মতোই।

করোনার (Corona) দাপটের জেরে বিশ্ব জুড়ে একাধিক দেশের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক বিমান বন্ধ করে দেয় ভারত সহ বিশ্বের একাধিক দেশ। কোভিডের দাপট ক্রমশ কমতে শুরু করায় এবার ভারত শিগগিরই আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করবে বলে খবর।

আরও পড়ুন:  Vicky-Katrina: দীপাবলি পার্টি থেকে একসঙ্গে বের হলেন ক্যাটরিনা, বিকি, ভাইরাল ছবি

সোমবার থেকে আন্তর্জাতিক বিমান চলাচলে অনুমতি দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের (US) তরফে। এসবে মধ্যে কোভ্যাক্সিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ভিত্তিতে ব্যবহারের তালিকায় যুক্ত করায়, এ দেশের নাগরিকদের বিদেশ ভ্রমণ অনেকটাই সহজ হল বলে মনে করছে বিভিন্ন মহল।