দিল্লি, ২৭ মে: স্বাতী মালিওয়াল (Swati Maliwal) কি আপের সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন? অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আপ্ত সহায়ক বিভব কুমারের হাতে হেনস্থা হয়েছেন। এমন অভিযোগ উঠতেই আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে নিয়ে জোর তরজা শুরু হয়ে যায় প্রায় গোটা দেশ জুড়ে। স্বাতী মালিওয়াল যখন বিভব কুমারের বিরুদ্ধে সরব, সেই সময় আপের সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন কি না, এমন প্রশ্ন উঠতে শুরু করে। যার উত্তরে মালিওয়াল জানান তিনি আম আদমি পার্টি থেকে ইস্তফা দিচ্ছেন না। এক বা দুজনকে নিয়ে আপের সংগঠন গঠন তৈরি হয়নি। তাই তিনি আপের সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না বলে স্পষ্ট জানান দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধান। পাশাপাশি এই দলের জন্য তিনি ঘাম এবং রক্ত ঝরিয়েছেন। তাই ২ বা ৩ জনের জন্য তিনি জল ছাড়বেন না বলে স্পষ্ট জানান স্বাতী মালিওয়াল।
সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান সাংসদ স্বাতী মালিওয়াল। কেজরিওয়ালের বাসভবনেই মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক বিভব কুমার তাঁকে হেনস্থা করেছেন বলে অভিযোগ দায়ের করেন স্বাতী মালিওয়াল। যা নিয়ে লোকসভা ভোটের মাঝে শুরু হয়ে যায় তোলপাড়।