দিল্লি, ১৬ মে: 'হেনস্থা' প্রসঙ্গে এবার মুখ খুললেন স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্য়ুইট করে বিষয়টি নিয়ে মত প্রকাশ করেন আপ সাংসদ (AAP MP)। স্বাতী মালিওয়াল লেখেন, 'আমার সঙ্গে যা হয়েছে, তা খারাপ। আমার সঙ্গে কী হয়েছে, সে বিষয়ে পুলিশকে সবকিছু জানিয়েছি। পুলিশকে সব জানানোর পর উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে মনে করি। গত কয়েকদিন ধরে আমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যাঁরা এই কঠিন সময়ে আমার জন্য প্রার্থনা করেছেন, তাঁদের ধন্যবাদ। তবে যাঁরা এই সময়ে আমার চরিত্র নিয়ে টানাহেঁচড়ার চেষ্টা করে বলেন, আমি অন্য রাজনৈতিক দলের কথায় এসব করছি, ঈশ্বর তাঁদের মঙ্গল করুন।'
দেখুুন ট্যুইটে কী লিখলেন স্বাতী মালিওয়াল...
मेरे साथ जो हुआ वो बहुत बुरा था। मेरे साथ हुई घटना पर मैंने पुलिस को अपना स्टेटमेंट दिया है। मुझे आशा है कि उचित कार्यवाही होगी। पिछले दिन मेरे लिए बहुत कठिन रहे हैं। जिन लोगों ने प्रार्थना की उनका धन्यवाद करती हूँ। जिन लोगों ने Character Assassination करने की कोशिश की, ये बोला…
— Swati Maliwal (@SwatiJaiHind) May 16, 2024
স্বাতী আরও লেখেন, 'দেশে গুরুত্বপূর্ণ নির্বাচন চলছে। এই সময়ে স্বাতী মালিওয়ালের চেয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।' সেই সঙ্গে বিজেপি যেন বিষয়টি নিয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা না করে, সেই বিষয়েও তিনি আবেদন করছেন বলে মন্তব্য করেন দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন প্রধান।
আপ সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আপ্ত সহায়ক বিভব কুমার 'খারাপ ব্যবহার' করেছেন। কেজরিওয়ালের বাড়িতে অপেক্ষারত স্বাতীকে বিভব কুমার (Bibhav Kumar) 'হেনস্থা' করেছেন বলে অভিযোগ ওঠে। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। বুধবার বিষয়টি নিয়ে মুখ খোলেন আপ নেতা সঞ্জয় সিং। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের আপ্ত সহায়কের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ করবেন বলে বুধবার সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন সঞ্জয় সিং।