প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বিহারের (Bihar) গ্রামে (Village) চাঞ্চল্যকর ঘটনা। 'কালা যাদু' করার সন্দেহে প্রৌঢ়কে পিটিয়ে মারার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। হেনন্থা করা হল তাঁর স্ত্রীকেও। গোটা ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারের নওদা জেলার হিসুয়া থানার পঞ্চুগড় মুসাহরি গ্রামে। ওই গ্রামে একটি পার্টি চলাকালীন 'মিউজিক সিস্টেম' বন্ধ হয়ে যাওয়ার জন্য ওই দম্পতির উপর হামলা করা হয়। মৃত ব্যক্তির নাম গয়া মাঝি। বয়স ৫৮। তাঁকে পিটিয়ে মেরে ফেলে একদল লোক। তড়িঘড়ি তাঁর দেহ পুড়িয়ে ফেলার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের হাত থেকে রক্ষা পাননি তাঁর স্ত্রীও। তাঁকেও পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় বলে খবর। এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার মোহন মাঝি নামে এক ব্যক্তির বাড়িতে জন্মদিনের পার্টি ছিল। সেখানেই বারবার 'মিউজিক সিস্টেম' বন্ধ হয়ে যাওয়ায় কিছু লোক দাবি করতে থাকেন গয়া ও তাঁর স্ত্রী কালা যাদু করে গান বন্ধ করছেন। এরপরই তাঁদের উপর হামলা চালানো হয়।

বিহারে চাঞ্চল্যকর ঘটনা, কালু যাদু করার সন্দেহে প্রৌঢ়কে পিটিয়ে খুন, পুড়িয়ে মারার চেষ্টা স্ত্রীকেও